ওডিআই বিশ্বকাপের দলে নেই রবিচন্দ্রন অশ্বিন, তবুও কেন অস্ট্রেলিয়া সিরিজে এই অভিজ্ঞ স্পিনারকে জায়গা দেওয়া হল?

সেপ্টে. 19, 2023

No tags for this post.
Spread the love

Ravi Ashwin. (Photo by OLI SCARFF/AFP via Getty Images)

১৮ই সেপ্টেম্বর, সোমবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করেছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই দলটি দেখে অনেকেই অবাক হয়েছেন। তার কারণ হল ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর দলে না থাকা অনেক খেলোয়াড়ই এই দলে জায়গা করে নিয়েছেন। এই খেলোয়াড়রা হলেন রবিচন্দ্রন অশ্বিন, রুতুরাজ গায়কওয়াড়, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং ওয়াশিংটন সুন্দর।

আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কওয়াড়। তবুও ওডিআই বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলে তাকে জায়গা দিয়েছে। অনেকেই মনে করেছিলেন যে ওডিআই বিশ্বকাপের দলের সাথে অস্ট্রেলিয়া সিরিজের দলের কোনো ফারাক থাকবে না। কিন্তু তা হয়নি। মূলত অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের নির্বাচন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ওডিআই বিশ্বকাপের দলে কেন তাকে রাখা হয়নি সেই নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। অনেক ভারতীয় সমর্থকরাই মত দিয়েছিলেন যে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে তাকে দলে রাখা উচিত ছিল। ২০২২ সালের জানুয়ারি মাসের পর এখনও পর্যন্ত অশ্বিনকে একটিও ওডিআই ম্যাচ খেলতে দেখা যায়নি। তাই বিশ্বকাপের আগে তার আবার দলে ফিরে আসা সমর্থকদের মনে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে।

অস্ট্রেলিয়া সিরিজে রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পাওয়ার পর ওডিআই বিশ্বকাপের দলেও তাকে জায়গা দেওয়া হবে কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। ওডিআই বিশ্বকাপের দলে থাকা তিনজন স্পিনারই বাঁ-হাতি। তাই ডান-হাতি স্পিনার হিসেবে অশ্বিনকে দলে নেওয়ার কথা ভাবতেই পারেন নির্বাচকরা। শেষমেশ এই অভিজ্ঞ স্পিনার ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা পান কিনা সেটাই এখন দেখার বিষয়।

অস্ট্রেলিয়া সিরিজের প্ৰথম দুটি ম্যাচে খেলবেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলি

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদবকে অস্ট্রেলিয়া সিরিজের প্ৰথম দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। প্ৰথম দুটি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম দুটি একদিনের ম্যাচের জন্য ভারতের স্কোয়াড: কেএল রাহুল (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, শ্রেয়াস আইয়ার, ইশান কিষান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, ইশান কিষান, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন।

The post ওডিআই বিশ্বকাপের দলে নেই রবিচন্দ্রন অশ্বিন, তবুও কেন অস্ট্রেলিয়া সিরিজে এই অভিজ্ঞ স্পিনারকে জায়গা দেওয়া হল? appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador