ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা ত সময়ই বলবে। বিশ্বকাপ ঘিরে উত্তোজনার পারদ চড়তে শুরু করেছে। তার মাঝেই এবার বিশ্বকাপের ধারাভাষ্যকারের প্যানেল ঘোষণা করল আইসিসি। সেখানেই আইসিসির কমেন্ট্রি প্যানেল থেকে বাদ পড়লেন এবার ওয়াসিম আক্রম। পাকিস্তানের যে দুজন এবারের কমেন্ট্রি প্যানেলে এসেছেন সেখানে, ওয়াসিম আক্রমের নাম নেই। আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। ওয়াসিম আক্রমের মতো তারকা ক্রিকেটারেরগলা এবার পাওয়া যাবে না এবার বিশ্বকাপের মঞ্চে।
ইতিমধ্যেই বিশ্বকাপের কমেন্ট্রি প্যানেল ঘোষণা করে দিয়েছে আইসিসি। ভারতের ঘরের মাটিতে বিশ্বকাপ হচ্ছে। সেখানে যে ভারতীয় ক্রিকেটারদেরই আধিক্য থাকবে তা বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি রয়েছেন সেখানে বিশ্বকাপ জীয় অধিনায়ক রিকি পন্টিংও ইয়ন মর্গ্যানের মতো তারকা ক্রিকেটারও। সেখানেইএবার ওয়াসিম আক্রমকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইসিসির তালিকা অনুয়ায়ী সেখানে সুযোগ পেয়েছেন পাকিস্তানের রামিজ রাজা ও ওয়াকার ইউনিস।
ক্রিকেচটের মঞ্চে বরাবরই ধারাভাষ্যকারদের একটা বড় ভূমিকা রয়েছে। খেলার পাশাপাশি কমেন্ট্রি বক্স মাতিয়ে রাখেন এই প্রাক্তন তারকা ক্রিকেটারররা। তাদের নিখুঁত বিশ্লেশনে ক্রিকেট যে এক অন্য মাত্রা পায় তা বলাই বাহুল্য। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। সময় যত এগিয়ে আসছে ততই যে উত্তেজনার পারদও বাড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে ধারাভাষ্যের জন্য প্রায় ৪১ জনের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
আইসিসির কমেন্ট্রি প্যানেল
অস্ট্রেলিয়া – রিকি পন্টিং, শেন ওয়াটসন, লিসা স্টেহলকার, অ্যারণ ফিঞ্চ, ম্যাথু হেডেন, মার্ক নিকোলস, ডার্ক ন্যানেস, মার্ক হাওয়ার্ড।
ইংল্যান্ড – ইয়ন মর্গ্যান, নাসিন হুসেন, মাইকেল আথারটন, ইয়ান ওয়ার্ড।
ভারত – রবি শাস্ত্রী, সুনীল গাভাসকর, অঞ্জুম চোপড়া, সঞ্জয় মঞ্জরেকর, দীনেশ কার্তিক, হর্ষ ভোগলে, কে শ্রীকান্থ, গৌতম গম্ভীর, ইরফান পাঠান, হরভজন সিং, পীজূশ চাওলা, শ্রীসন্থ, এমএসকে প্রসাদ, সন্দীপ পাটিল, সুনীল জোশী, মিতালী রাজ।
পাকিস্তান – রামিজ রাজা, ওয়াকার ইউনিস
বাংলাদেশ – আথার আলি খান
নিউ জিল্যান্ড – ইয়ান স্মিথ, সাইমন ডৌল, কেটি মার্টিন
ওয়েস্ট ইন্ডিজ – ইয়ান বিশপ, স্যামুয়েল বদ্রী
দক্ষিণ আফ্রিকা- শন পোলক, কাস নাইডো, ন্যাটালি জার্মানোস
জিম্বাবোয়ে – এমপুমেলেলো মাঙ্গওয়া
শ্রীলঙ্কা- রাসেল আর্নোল্ড
The post ওডিআই বিশ্বকাপের ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ আইসিসির appeared first on CricTracker Bengali.