ওডিআই বিশ্বকাপের ফাইনালিস্ট নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী জেমস অ্যান্ডারসনের

অক্টো. 3, 2023

No tags for this post.
Spread the love

James Anderson. (Photo by Visionhaus/Getty Images)

ওডিআই বিশ্বকাপ শুরু হতে এখনও দুুই গিন বাকি রয়েছে।  এবারের বিস্বকাপও রাউন্ড রবিন নিয়মে হচ্ছে। সেখানেই শেষপর্যন্ত কোন দলের  হাতে বিশ্বকাপের  ট্রফি উঠবে তা তো সময়ই বলবে। কিন্তু জেমস অ্যান্ডারসন এখনই ওডিআই বিশ্বকাপের ফাইনালের ফলাফল  নিয়ে বিরাট ভবিষদ্ববানী করে দিলেন। প্রাক্তন এই ব্রিটিশ তারকা ক্রিকেটারের মতে এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। সেখানেই ভারতের ঘরের মাঠে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড। শেষ পর্যন্ত জেমস অ্যান্ডারসনের এই ভবিষ্যদ্বানী সঠিক হয় কিনা তা তো সময়ই বলবে।

এই মুহূর্তে ইংল্যান্ড এবং ভারত, দুই দলই দুরন্ত ফর্মে রয়েছে। দুই ফাইনালিস্টের সঙ্গে এবারের বিশব্কাপের চারজন সেমিফাইনালিস্টও বেছে নিয়েছেন ইংল্যান্ডের এই প্রাক্তন তারকা ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। সেখানে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে তিনি বেছে নিলেও শেষপর্যন্ত ভারত ও ইংল্যান্ডকেই ফাইনাসিস্ট হিসাবে বেছে নিচ্ছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। সম্প্রতি ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েই বিশ্বকাপের মঞ্চে এসেছে ইংল্যান্ড।

ফাইনালের ম়ঞ্চে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ দেখছেন জেমস অ্যান্ডারসন

সম্প্রতি ভারতীয় দলও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। সেখানে ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। শুভমন গিল, লোকেশ রাহুল থেকে বিরাট কোহলি, রোহিত শর্মারা যেমন ব্যাটিংয়ে রানের ঝড় তুলেছিলেন। তেমনই বোলিংয়ে মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরারাও নিজেদের দাপট দেখিয়েছিলেন সেখানে। অন্যদিকে ঘরের মাঠেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল ইংল্যান্ড। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই সিরিজে বিরাট পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন বেন স্টোকস। সমস্ত দিক বিচার করেই এমন সিদ্ধান্ত  মন্তব্য করেছেন জেমস অ্যান্ডারসন।

এই প্রসঙ্গে জেমস অ্যান্ডারসন জানিয়েছেন, “এবারের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হতে চলেছে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে কেমনভাবে  দক্ষিণ আফ্রিকা পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল তা ভালভাবেই দেখেছিলাম আমরা। তাদের ব্যাটিং যেমন ভাল পারফরম্যান্স দেখানো হয়। তেমনই বোলিংয়েও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে তারা। এবারের বিশ্বকাপে পাকিস্তান ও নিউ জিল্যান্ড কাছাকাছি গেলেও, আমার মনে হয় না তারা পারবে। আমি দেখতে পাচ্ছি ফাইনালে ভারতকে হারাবে ইংল্যান্ড”।

আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে  ভারতীয় দল। সেখানেই তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অন্যদিকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নামতে চলেছে ইংল্যান্ড। সেখানেই তাদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।

The post ওডিআই বিশ্বকাপের ফাইনালিস্ট নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী জেমস অ্যান্ডারসনের appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8