Jay Shah. (Photo Source: Twitter)
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ভারত বনাম পাকিস্তানের ম্যাচের দিন পরিবর্তন হওয়ার কথা শোনা যাচ্ছিল। ২৭শে জুলাই, বৃহস্পতিবার, এই ব্যাপারে মুখ খুললেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ। ওডিআই বিশ্বকাপের সময়সূচিতে কিছু পরিবর্তন হতে পারে। তবে কেন্দ্রগুলি একই থাকবে।
আসন্ন ওডিআই বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তানের ম্যাচের দিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৫ই অক্টোবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা রয়েছে। ১৫ই অক্টোবর নবরাত্রি উৎসব থাকার কারণেই ভারত-পাকিস্তান ম্যাচটির দিন পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে। তবে দিন পাল্টে গেলেও ম্যাচটির কেন্দ্র পাল্টাবে না। অর্থাৎ, ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি আহমেদাবাদেই খেলা হবে। নবরাত্রি উৎসবটিকে সারা ভারত জুড়ে অনেক উৎসাহের সাথে উদযাপন করা হয়। বিশেষ করে গুজরাটে এটিকে অনেক বড়ভাবে উদযাপন করা হয়। সেই কারণে গুজরাট পুলিশ ভারত-পাকিস্তান ম্যাচে ভালোভাবে নিরাপত্তা প্রদান করতে পারবে না। তাই ম্যাচটির তারিখ পাল্টে যেতে পারে। এই ম্যাচটি ১৫ই অক্টোবরের বদলে কোনদিন অনুষ্ঠিত হয় সেটাই এখন দেখার বিষয়।
ভারত বনাম পাকিস্তানের ম্যাচের পাশাপাশি আরও বেশ কয়েকটি ম্যাচের দিন পরিবর্তন হতে পারে। জয় শাহ বলেছেন যে ২-৩টি দেশের ক্রিকেট বোর্ড ম্যাচের দিন পরিবর্তন করার ব্যাপারে অনুরোধ জানিয়েছে। তবে বিসিসিআই সচিব সেই দেশগুলির নাম প্রকাশ করেননি।
বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন, “আমরা ২-৩ সদস্যের বোর্ডের কাছ থেকে ম্যাচের তারিখ পরিবর্তন করার অনুরোধ পেয়েছি। এটা ভারত-পাকিস্তান ম্যাচের জন্য নির্দিষ্ট নয়।”
আয়ারল্যান্ড সিরিজে দলে ফিরতে পারেন জাসপ্রিত বুমরাহ
অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহের চোটের ব্যাপারে একটি অনেক বড় আপডেট দিয়েছেন জয় শাহ। তিনি বলেছেন যে বুমরাহ ফিট হয়ে গেছেন এবং আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য তাকে দলে রাখা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। এই সিরিজটি ১৮ই আগস্ট থেকে শুরু হবে এবং ২৩শে আগস্ট শেষ হবে।
জাসপ্রিত বুমরাহ বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন। এনসিএ কয়েকটি অনুশীলন ম্যাচের আয়োজন করবে এবং বুমরাহ সেগুলিতে অংশগ্রহণ করবেন। এরপরেই এই অভিজ্ঞ পেসারের কামব্যাকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ জাসপ্রিত বুমরাহকে অবশ্যই মাঠে দেখতে চাইবেন ভারতীয় দলের সমর্থকরা।
The post ওডিআই বিশ্বকাপের ভারত-পাকিস্তান সহ আরও বেশকিছু ম্যাচের দিন পরিবর্তন হতে পারে, একথা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ appeared first on CricTracker Bengali.