Adam Zampa. ( Photo Source: Matthew Lewis-ICC/ICC via Getty Images )
ওডিআই বিশ্বকাপের মঞ্চে নতুন রেকর্ড গড়লেন অ্যাডাম জাম্পা। ওডিআই বিশ্বকাপের একটি মরসুমে স্পিনার হিসাবে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। ছুঁসেন মুথাইয়া মুরলীথরণের রেকর্ড। এদিন ভারতের জসপ্রীত বুমরার উইকেট তুলে নেওয়ার পরই বিশ্বকাপের মঞ্চে মুথাইয়া মুরলীথরণের রেকর্ড ছুঁলেন তিনি। বিশ্বকা্পের একটি মরসুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অ্যাডাম জাম্পা। জসপ্রীত বুমরাহকে সাজঘরে ফেরানোর সঙ্গেই এবারের বিশ্বকাুে ২৩টি উইকেট তুলে নিলেন অস্ট্রেলিয়ার এই তারকা স্পিনার।
২০০৭ সালের বিশ্বকাপে ২৩টি উইকেট তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরীথরণ। এখনও পর্যন্ত একটি বিশ্বকাপের মঞ্চে একজন স্পিনার হিসবে মুরলীথমনই সর্বোচ্চ উইকেট তুলে নিয়েছিলেন। ১৬ বছর পর সেই রেকর্ড স্পর্ষ করলেন অস্ট্রেলিয়ার আরেক তারকা ক্রিকেটার অ্যাডাম জাম্পা। এদিন জসপ্রীত বুমরার উইকেট নেওয়ার পরই সেই রেকর্ড স্পর্ষ করেছেন অ্যাডাম জাম্পা। যদিও শেষপর্যন্ত সেই রেকর্ড ভাঙতে পারলেন না তিনি। এদিন ৪৪ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছেম অ্যাডাম জাম্পা।
১০ ওভারে ৪৪ রান দিয়ে এক উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা
বাংলাদেশের বিরুদ্ধেই ব্র্যাড হগ ও শেন ওয়ার্নের রেকর্ড ভেঙেছিলেন এই তারকা ক্রিকেটার। সেই ম্যাচে তিনি যখন বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিলেন সেই সময় অ্যাডাম জাম্পার চলতি বিশ্বকাপের মঞ্চে ছিল ২০টি উইকেট। সেই জায়গা থেকেই এদিন যাত্রাটা শুরু করেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই লিটন দাস ও মুশফিকুর রহিমের মতো দুই তারকা ক্রিকেটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গেই একটি বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ান স্পিনার হিসাবে সর্বোচ্চ উইতকেট তুলে নেওয়ার রেকর্ড গড়েছেন অ্যাডাম জাম্পা। এর আগে ২০০৭ সালে ২১টি উইকেট নিয়ে এই রেকর্ড ছিল শুধুমাত্র ব্র্যাড হগের।
এরপর থেকেই অ্যাডান জাম্পার সামনে ছিল মিথাইয়া মুরীথরণের রেকর্ড ভাঙার অপেক্ষা। অবশেষে সেটাই হল ররিবার। এদিন জসপ্রীত বুমরার উইকেট তুলে নিয়েছিলেন অ্যাডাম জাম্পা। সেইসঙ্গেই মুখাইয়া মুরীথরণের সঙ্গে এলিট তালিকায় নিজের নাম তুললেন তিনি। এবারের বিশ্বকাপের মঞ্চে একজন স্পিনার হিসাবে সর্বোচ্চ উইকেটও নিলেন তিনি।
এই ম্যাচে নামার আগে অ্যাডাম জাম্পার উইকেট ছিল ২২। এদিন অবশ্য বেশী উইকেট তুলতে পারেননি তিনি। কিন্তু ১০ ওভারে রান দিয়েছেন ৪৪। শেষ মুহূর্তে জসপ্রীত বুমরাহকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
The post ওডিআই বিশ্বকাপের মঞ্চে মুখাইয়া মুরলীথরণের রেকর্ড ছুঁলেন অ্যাডাম জাম্পা appeared first on CricTracker Bengali.










