ওডিআই বিশ্বকাপের মঞ্চে হওয়া সেরা ৫টি ভারত বনাম পাকিস্তান ম্যাচ সম্পর্কে জেনে নিন

সেপ্টে. 7, 2023

No tags for this post.
Spread the love

India vs Pakistan 2019 World Cup. (Photo Source: Martin Rickett/PA Images via Getty Images)

৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হবে। ১৪ই অক্টোবর বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুবই ভালো। ওডিআই বিশ্বকাপে এখনও অবধি একবারও পাকিস্তানের কাছে পরাজিত হয়নি ভারত। এই লড়াইয়ে ভারত ৭-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

আসন্ন ওডিআই বিশ্বকাপেও নিজেদের এই জয়ের ধারা বজায় রাখতে চাইবে ভারতীয় দল। তবে পাকিস্তানের দল খুবই শক্তিশালী। তাই ম্যাচটি বেশ রোমাঞ্চকর হতে পারে। শেষমেশ ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।

ওডিআই বিশ্বকাপের মঞ্চে হওয়া সেরা পাঁচটি ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে জেনে নেওয়া যাক –

৫. ওডিআই বিশ্বকাপ ১৯৯২ – সিডনি

India vs Pakistan 1992 World Cup. (Photo Source: Patrick Eagar/Patrick Eagar via Getty Images)

ওডিআই বিশ্বকাপ ১৯৯২-এ মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে খেলেছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটিতে ভারত প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪৯ ওভারে ৭ উইকেটে ২১৬ রান তুলেছিল। সচিন তেন্ডুলকার ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তিনি ৬২ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। মুশতাক আহমেদ ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছিলেন।

পাকিস্তান রান তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন আমির সোহেল। তিনি ৯৫ বলে ৬২ রান করতে সক্ষম হয়েছিলেন। ভারত ৪৩ রানে ম্যাচটি জিতে নিয়েছিল। সচিন তেন্ডুলকার এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।

৪. ওডিআই বিশ্বকাপ ১৯৯৯ – ম্যানচেস্টার

India vs Pakistan 1999 World Cup. (Photo Source: Owen Humphreys – PA Images/PA Images via Getty Images)

ওডিআই বিশ্বকাপ ১৯৯৯-এও মহম্মদ আজহারউদ্দিন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ভারত প্ৰথমে ব্যাটিং করেছিল এবং ৫০ ওভারে ৬ উইকেটে ২২৭ রান করেছিল। রাহুল দ্রাবিড় ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তিনি ৮৯ বলে ৬১ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন।

ভারতের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সামনে ৪৫.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। এই ম্যাচে ভারতের সবথেকে সফল বোলার ছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। তিনি ৯.৩ ওভারে ২৭ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন এবং ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন।

৩. ওডিআই বিশ্বকাপ ২০০৩ – সেঞ্চুরিয়ন

India vs Pakistan 2003 World Cup. (Photo Source: Mike Hewitt/Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে খেলেছিল ভারত। পাকিস্তান প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৩ রান তুলেছিল। সৈয়দ আনোয়ার ১২৬ বলে ১০১ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন।

ভারত ২৬ বল বাকি থাকতেই ৪ উইকেটে ২৭৬ রান পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। এই ম্যাচে সচিন তেন্ডুলকার মাত্র ২ রানের জন্য শতরান পাননি। তিনি ৭৫ বলে ৯৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন। এছাড়াও যুবরাজ সিং ৫৩ বলে অপরাজিত ৫০ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। সচিন তেন্ডুলকারকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল।

২. ওডিআই বিশ্বকাপ ২০১১ – মোহালি

India vs Pakistan 2011 World Cup. (Photo Source: Graham Crouch/Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০১১-তে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিল ভারত। সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। ভারত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬০ রান করেছিল। সচিন তেন্ডুলকার ১১৫ বলে ৮৫ রান করতে সক্ষম হয়েছিলেন। ওয়াহাব রিয়াজ ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছিলেন।

পাকিস্তানের ইনিংস ৪৯.৫ ওভারে ২৩১ রানে শেষ হয়ে গিয়েছিল। পাকিস্তানের হয়ে মিসবাহ-উল-হক সর্বোচ্চ রান করেছিলেন। তিনি ৭৬ বলে ৫৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। ভারত ২৯ রানে ম্যাচটি জিতে নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এই ম্যাচটিতেও সচিন তেন্ডুলকারকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল।

১. ওডিআই বিশ্বকাপ ২০১৯ – ম্যানচেস্টার

India vs Pakistan 2019 World Cup. (Photo Source: Michael Steele/Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০১৯-এ বিরাট কোহলির নেতৃত্বে খেলেছিল ভারত। প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছিল। রোহিত শর্মা ১১৩ বলে ১৪০ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। বিরাট কোহলি ৬৫ বলে ৭৭ রান করেছিলেন।

এই ম্যাচে বৃষ্টি বেশ কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটিয়েছিল। তাই পাকিস্তানকে ম্যাচটি জেতার জন্য ৪০ ওভারে ৩০২ রান করতে হত। তবে তারা ৪০ ওভারে ৬ উইকেটে ২১২ রান করতে সক্ষম হয়েছিল। ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৯ রানে ম্যাচটি জিতে নিয়েছিল। এই ম্যাচটিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন রোহিত শর্মা।

The post ওডিআই বিশ্বকাপের মঞ্চে হওয়া সেরা ৫টি ভারত বনাম পাকিস্তান ম্যাচ সম্পর্কে জেনে নিন appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador