Rohit Sharma. (Photo Source: Disney+Hotstar)
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা তার স্কোয়াডের ব্যাপারে মুখ খুলেছেন। ৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে। ৮ই অক্টোবর বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।
রোহিত শর্মা জানিয়েছেন যে ওডিআই বিশ্বকাপের আগে দলের খেলোয়াড়দের কামব্যাক করতে দেখে তিনি খুশি হয়েছেন। তিনি জসপ্রীত বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণ-এর দুরন্ত কামব্যাকের প্রশংসা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বুমরাহ এবং প্রসিদ্ধ আগস্ট মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে কামব্যাক করেছিলেন। বুমরাহ সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন দলকে ২-০ ব্যবধানে পরাজিত করেছিল ভারত।
রোহিত শর্মা বলেছেন যে অধিনায়ক হিসেবে তিনি চাপ বাড়াবেন না এবং নির্দিষ্ট খেলোয়াড়দের উপর প্রত্যাশা রাখবেন না। তার মতে আসন্ন বিশ্বকাপে সব খেলোয়াড়রাই গুরুত্বপূর্ণ হবে।
ইউটিউবে বিমল কুমারের সাথে একটি সাক্ষাৎকারে রোহিত শর্মা বলেন, “জসপ্রীত বুমরাহ অনেক দিন পর ফিরে এসেছেন এবং তাকে ফিরে আসতে দেখে ভালো লেগেছিল কারণ তিনি আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণ দুজনেই আয়ারল্যান্ড সিরিজে সত্যিই ভালো খেলেছেন। সুতরাং, এগুলি আমাদের জন্য এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শুভ লক্ষণ। তারা দুজনেই এনসিএ-তে গত দেড় বছর ধরে কঠোর পরিশ্রম করেছিলেন।”
তিনি আরও বলেন, “আমি এক বা দুইজন খেলোয়াড়ের কথা বলে কোনো প্রত্যাশা নিয়ে অপ্রয়োজনীয় চাপ বাড়াতে চাই না। বিশ্বকাপে প্রতিটি খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের কাছ থেকে একটু বেশি প্রত্যাশা থাকবে কিন্তু আমরা বুমরাহের ওপর চাপ বাড়াতে চাই না। ভারতের হয়ে খেলা এবং চাপ একসাথে এগোয়।”
এশিয়া কাপের দলে কামব্যাক করেছেন কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার
জসপ্রীত বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণ-এর পর কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ারও কামব্যাক করেছেন। এশিয়া কাপের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তারা। তবে রাহুল এখনও পর্যন্ত পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তাই তিনি এশিয়া কাপে প্ৰথম দুটি ম্যাচে খেলতে পারবেন না।
২রা সেপ্টেম্বর, শনিবার, পাল্লেকেলেতে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এশিয়া কাপ ২০২৩-এ এটি হল ভারতীয় দলের প্ৰথম ম্যাচ। এই ম্যাচে ভারত জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
The post “ওডিআই বিশ্বকাপের সময় প্রত্যেক খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ হবে” – রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.