India and New Zealand. (Photo Source: Twitter)
বুধবার চলতি বিশ্বকাপের মঞ্চে প্রথম সেমিপাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। ধারেভারে এগিয়ে থেকেই ঘরের মাঠে নামছে টিম ইন্ডিয়া। যদিও কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে নামার আগে অতিরিক্ত সাবধানী ভারতীয় শিবির। গতবারের বিশ্বকাপের স্মৃতি ভারতীয় দলের অন্দরে এখনও পর্যন্ত টাটকা রয়েছে। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই যে এবার নিউ জিল্যান্ড বধের ছক সাজাচ্ছে ভারতী. টিম ম্যানেজমেন্ট তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কোন অধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে তা তো সময়ই বলবে।
এবারের বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত অপরাজিত তকমা অক্ষুন্ন রেখেছে টিম ইন্ডিয়া। লিগ পর্বের ৯টি ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারতীয় দল। সেখানে নিউ জিল্যান্ডকেও হারিয়েছিল ভারতীয় দল। সেইসঙ্গে ভারতীয় দলের ব্যাটার থেকে বোলাররা রয়েছেন বিধ্বংসী ফর্মে। শেষ কয়েকটি ম্যাচে ভারতীয় দলের ব্যাটার ও বোলারদের সামনে কোনও ক্রিকেটার মাথা তুলে দাঁজড়াতেই পারেননি। বোলিং.য়ে যেমন মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজারা রয়েছেন বিধ্বংসী ফর্মে।
তেমনই ব্যাট হাতে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়াররা নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে চলেছেন। শেষ ম্যাচেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। সেইসঙ্গে লোকেশ রাহুলের ব্যাটেও এবারের বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সেঞ্চুরী এসেছিল। বিরাট কোহলি, রোহিত র্মারাও ব্াটে রান পয়েছিলেন। সেইসঙ্গে মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহরা রয়েছেন অসাধারণ ফর্মে।
অন্যদিকে নিউ জল্যান্ডও এবারের বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছে। রাচিন রবীন্দ্র থেকে ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা ছন্দে রয়েছেন। ভাল পারফরম্যান্স প্রদর্শন করছেন মিচেল স্যান্টনার, ডেভন কনওয়েরাও। সেই ধারা তারা ভারতীয় দলের বিরুদ্ধেও ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।
পিচ কন্ডিশন
এবারের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ব্যাটারদের পক্ষেই বেশীরভাগ সময় গিয়েছে। তবে আলোর বীচে এই পিচে ব্যাটিং করাটা যে বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তা বলার অপেক্ষা রাখে না। প্রথমে ব্যাটিং করে ৩৪০ রানের কাছে রান জয়ের জন্য হতে পারে। মনে করা হচ্ছে টস জিতে অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতে পারেন।
ভারত বনাম নিউ জিল্যান্ড সম্ভাব্য একাদশ
ভারতঃ শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্গেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ
নিউ জিল্যান্ডঃ ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টমনার, জেমস নিশাম, টিম সাউদি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট
ভারত বনাম নিউ জিল্যান্ড হেড টু হেড
ম্যাচ – ১১৭
ভারত জয়ী – ৫৯
নিউ জিল্যান্ড জয়ী – ৫০
ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচ সম্প্রচার বিবরণী
সময় – ভারতীয় সনময় দুপুর দুটো
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ সম্প্রচার – ডিজনি + হটস্টার
The post ওডিআই বিশ্বকাপ সেমিফাইনাল ১, ভারত বনাম নিউ জিল্যান্ডঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও হেড টু হেড appeared first on CricTracker Bengali.