Glenn Maxwell. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ অস্ট্রেলিয়ার ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েলকে বেশি প্রয়োজন হবে। ৮ই অক্টোবর, রবিবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে নিজেদের প্ৰথম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।
আকাশ চোপড়া বলেছেন যে অস্ট্রেলিয়াকে এখনও একজন উইকেটরক্ষককে চূড়ান্ত করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য অস্ট্রেলিয়া দলে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন জশ ইঙ্গলিস এবং অ্যালেক্স কেরি।
আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “তারা তাদের উইকেটরক্ষক চূড়ান্ত করেনি। জশ ইঙ্গলিস এবং অ্যালেক্স কেরি দুজনেই ভালো খেলোয়াড়, কিন্তু একাদশে কে খেলবেন? ম্যাক্সওয়েল চার উইকেট শিকার করলেও অস্ট্রেলিয়ার ব্যাট হাতে তাকে বেশি প্রয়োজন। এটি এমন একটি এলাকা যা এখনও কিছুটা উদ্বেগের বিষয়। স্পিন একটি সম্ভাব্য সমস্যা যেটির সম্মুখীন তারা হতে পারে।”
এছাড়াও এই প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন যে অস্ট্রেলিয়া মার্কাস স্টোইনিসকে ক্যামেরন গ্রিনের থেকে এগিয়ে রাখতে পারেন, কারণ লোয়ার অর্ডারে ব্যাট করার ক্ষমতা স্টোইনিসের রয়েছে। স্টোইনিস এখনও পর্যন্ত ৬৪টি একদিনের ম্যাচ খেলেছেন এবং ১৪০০ রান করেছেন। অন্যদিকে, গ্রিন ২০টি ওডিআই ম্যাচ খেলে ৩৭৯ রান করেছেন।
আকাশ চোপড়া যোগ করেছেন, “ক্যামেরন গ্রিন এবং মার্কাস স্টোইনিসের ভূমিকা মোটেও পরিষ্কার নয়। স্টোইনিসের পারফরম্যান্সের সম্ভাবনা উজ্জ্বল কারণ তিনি লোয়ার অর্ডারে গ্রিনের তুলনায় ভালো ব্যাট করেন। দল ভালো, দেখা যাক কেমন যায়। আমার ভবিষ্যদ্বাণী হল তারা শীর্ষ চারে পৌঁছাবে।”
“অস্ট্রেলিয়া শেষ চারে ওঠার ক্ষেত্রে অন্যতম ফেভারিট” – আকাশ চোপড়া
আকাশ চোপড়া বলেছেন যে নকআউট পর্বে অস্ট্রেলিয়া অত্যন্ত বিপজ্জনক হবে। আসন্ন বিশ্বকাপে ওডিআই র্যাঙ্কিংয়ে থাকা তিন নম্বর দল হিসেবে খেলা শুরু করবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।
৪৬ বছর বয়সী এই ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, “অস্ট্রেলিয়া শেষ চারে ওঠার ক্ষেত্রে অন্যতম ফেভারিট। আমি মনে করি স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল অজিদের শেষ চারে নিয়ে যাবে। যদি হলুদ জার্সি পরা এই দলটি শেষ চারে পৌঁছায়, তাহলে তারা নকআউটে অত্যন্ত বিপজ্জনক হবে।”
অস্ট্রেলিয়া সবথেকে বেশিবার ওডিআই বিশ্বকাপের শিরোপা জিতেছে। তারা ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালে ট্রফি জিতেছিল। এইবারের বিশ্বকাপে তারা কেমন পারফরম্যান্সের প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়।
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়ার ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েলকে বেশি প্রয়োজন, বলেছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.