Imam-ul-Haq. (Photo Source: Cricket Pakistan/Twitter)
ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। সব দেশই বিশ্বকাপে নিজেদের সেরা দলটি নামানোর চেষ্টা করবে। ওডিআই বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল চূড়ান্ত করা নিয়ে নিজের মতামত দিয়েছেন তাদের দলের ওপেনার ইমাম-উল-হক।
এই মুহূর্তে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত পাকিস্তান। তারা এই সিরিজটি ইতিমধ্যেই জিতে গেছে। পাঁচ ম্যাচের এই ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে বাবর আজমের দল। ইমাম-উল-হক বলেছেন যে নিউ জিল্যান্ডের সাথে মাত্র ২টি ম্যাচ বাকি থাকায় এই মুহূর্তে তাদের হাতে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সময় নেই।
আইসিসি ইমাম-উল-হককে উদ্ধৃত করে, “আমাদের কাছে পরীক্ষা-নিরীক্ষা করার সময় নেই। (নিউ জিল্যান্ডের বিরুদ্ধে) আমাদের আর মাত্র ২টি ম্যাচ বাকি আছে এবং একটি বড় টুর্নামেন্টে (ওডিআই বিশ্বকাপ) খেলতে নামার আগে এই ম্যাচ দুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আপনাদের প্রধান খেলোয়াড়দের নিয়ে যতটা সম্ভব দলকে তৈরি রাখতে হবে। আমাদের আর বেশি ম্যাচ বাকি নেই এবং আমার মনে হয় না আমাদের কাছে কোনো সমাধান খুঁজে বের করার জন্য পর্যাপ্ত সময় আছে।”
তিনি আরও বলেন, “আমাদের দলে আগা (সালমান), শাদাব (খান) এবং (মহম্মদ) নওয়াজের মতো পাওয়ার-হিটাররা রয়েছেন যা আমাদের আত্মবিশ্বাস দেয়। যখন আপনি পাকিস্তানের হয়ে খেলেন, আপনি প্রতি মুহূর্তে চাপ বোধ করবেন এবং সেটা থেকে বেরিয়ে আসা আপনার মনোবলকে প্রকাশ করবে।”
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে একটি দুর্দান্ত ইনিংস খেলেন ইমাম-উল-হক
টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ইমাম-উল-হক ১০৭ বলে ৯০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ৭টি চার এবং ১টি ছয় মেরেছিলেন। তিনি এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও পান। এছাড়াও অধিনায়ক বাবর আজমও ৬২ বলে ৫৪ রানের একটি দারুন ইনিংস খেলেছিলেন।
পাকিস্তানের বোলাররাও এই ম্যাচে খুব ভালো পারফরম্যান্স করেন। শাহীন আফ্রিদি, নাসিম শাহ এবং মহম্মদ ওয়াসিম যথাক্রমে ৯ ওভারে ৫৩ রান, ৮.১ ওভারে ৪২ রান এবং ৭.৫ ওভারে ৫০ রান দিয়ে ২টি করে উইকেট নেন। সালমান আলি আগা ৯ ওভারে ৪২ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন। শাদাব খান কোনো উইকেট পাননি। তবে তিনি ১০ ওভারে মাত্র ৪৫ রান দেন। ৫ই মে, শুক্রবার কিউইদের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচ খেলতে নামবে বাবর আজমের দল।
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য পাকিস্তানের দল চূড়ান্ত করা নিয়ে মুখ খুললেন ইমাম-উল-হক appeared first on CricTracker Bengali.