Shubman Gill . ( Photo Source: Pankaj Nangia/Getty Images )
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ শুভমন গিল ভালো পারফরম্যান্সের প্রদর্শন করবেন। ৫ই অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হতে চলেছে। ৮ই অক্টোবর, এই বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্ৰথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।
ওডিআই ক্রিকেটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমন গিল। বর্তমানে তার পয়েন্ট সংখ্যা হল ৮১৪। তিনি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের থেকে মাত্র ৪৩ রেটিং পয়েন্ট পিছনে রয়েছেন।
শুভমন গিল এখনও পর্যন্ত ৩৫টি ওডিআই ম্যাচ খেলেছেন এবং ১৯১৭ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৬৬.১০ এবং ১০২.৮৪। ওডিআই ক্রিকেটে এই ২৪ বছর বয়সী ব্যাটারের নামে ৬টি শতরান এবং ১টি দ্বিশতরান রয়েছে। তিনি এই মুহূর্তে খুব ভালো ফর্মে রয়েছেন। ২০২৩ সালে তিনি এখনও পর্যন্ত ২০টি ইনিংস খেলে পাঁচটি অর্ধশতরান এবং পাঁচটি শতরান সহ ১২৩০ রান করতে সক্ষম হয়েছেন।
আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “এই টুর্নামেন্ট শুভমন গিলের হতে পারে। সর্বোপরি, টুর্নামেন্টটি ব্যাটিং ক্রমের প্ৰথম তিন ব্যাটারদের অন্তর্গত হবে। ভালো ব্যাটাররা অনেক রেকর্ড করবেন। শুভমন গিল অনেক রান করবেন। আমার মনে হয় তিনি অন্তত দুটি শতরান করবেন; আমি অবাক হব না যদি তিনি তিনটি করেন। তিনি যদি ক্লান্ত হয়ে না পড়েন, তবে একটি শতরান অনেক বড় হতে পারে। গিল একজন মানসম্পন্ন খেলোয়াড় এবং এই বিশ্বকাপ তার হতে পারে।”
“এক সময় মনে হচ্ছিল তিনি বাঁহাতি স্পিনের বিরুদ্ধে ঠিকভাবে খেলতে পারছেন না” – আকাশ চোপড়া
বাঁ-হাতি স্পিনারদের সামনে শুভমন গিলকে বেশ কয়েকবার সমস্যার মধ্যে পড়তে দেখা গেছে। তবে তিনি অনেক পরিশ্রম করেছেন এবং এই সমস্যাকে কাটিয়ে উঠেছেন। এর জন্য আকাশ চোপড়া তার প্রশংসা করেছেন।
প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “এক সময় মনে হচ্ছিল তিনি বাঁহাতি স্পিনের বিরুদ্ধে ঠিকভাবে খেলতে পারছেন না। তবে এশিয়া কাপে তার শেষ সেঞ্চুরির সময় তিনি দেখিয়েছিলেন যে তিনি এই বাধাটি অতিক্রম করে গেছেন। আমার মতে সেটি তার সেরা ওডিআই নক ছিল।”
এশিয়া কাপ ২০২৩-এ সবথেকে বেশি রান করেছিলেন শুভমন গিল। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ শুভমন গিল ভালো পারফরম্যান্সের প্রদর্শন করবেন, মনে করছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.