Virat Kohli. (Photo Source: Matthew Lewis-ICC/ICC via Getty Images)
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে বেশ কয়েকটি রেকর্ডের মালিক হয়েছেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। তিনি সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ৪৯টি ওডিআই শতরানের রেকর্ড ভেঙে দিয়েছিলেন।
৫০টি ওডিআই শতরান বাদেও চলতি ওডিআই বিশ্বকাপে বেশ কয়েকটি রেকর্ডে নিজের নামে করেছেন বিরাট কোহলি। তিনি একটি ওডিআই বিশ্বকাপে সবথেকে বেশি রান এবং সবথেকে বেশি ৫০+ স্কোর করার রেকর্ড করেছেন।
বিরাট কোহলি যখন নিজের ৫০ তম শতরানটি সম্পূর্ণ করেছিলেন তখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকর উপস্থিত ছিলেন। মাস্টার ব্লাস্টারের সামনেই তার রেকর্ড ভাঙার থেকে বড় ব্যাপার আর কিছু হয়তো হতে পারে না। এই রেকর্ডটি ভাঙার ক্ষেত্রে ওডিআই বিশ্বকাপের থেকে বড় মঞ্চও হয়তো পেতেন না বিরাট। ৫০ তম ওডিআই শতরানটি করার পর সচিন তেন্ডুলকরের সামনে মাথা নিচু করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন বিরাট। সচিনও দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন।
১৯শে নভেম্বর, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এবং প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচটি শুরু হওয়ার আগে সচিন তেন্ডুলকর বিরাট কোহলিকে তার আইকনিক ১০ নম্বর জার্সিটি উপহার দেন যেটি তিনি তার শেষ ওডিআই ম্যাচ খেলার সময় পড়েছিলেন।
২০১১-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অংশ ছিলেন সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি
ওডিআই বিশ্বকাপ ২০১১-তে সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি একে অপরের সতীর্থ ছিলেন। সেইবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ট্রফি জিতেছিল ভারত। ১১ বছর পর আবার ওডিআই বিশ্বকাপের ট্রফি জেতার সুযোগ ভারতীয় দলের কাছে এসেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে সমর্থন করার জন্য স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন সচিন তেন্ডুলকর। তার উপস্থিতিতে ভারতীয় দল চলতি ওডিআই বিশ্বকাপের ট্রফি জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই নিজের অর্ধশতরান করে ফেলেছেন বিরাট কোহলি। রোহিত শর্মা মাত্র ৩ রানের জন্য অর্ধশতরান করতে পারেননি। তিনি ৩১ বলে ৪৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান। এই মুহূর্তে বিরাটের সাথে ক্রিজে রয়েছেন কেএল রাহুল। শেষমেশ ভারত কত রান করে সেটাই এখন দেখার বিষয়।
The post ওডিআই বিশ্বকাপ ২০২৩: বিরাট কোহলিকে নিজের জার্সি উপহার দিলেন সচিন তেন্ডুলকর appeared first on CricTracker Bengali.










