Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ২, পাকিস্তান বনাম নেদারল্যান্ডস: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

অক্টো. 5, 2023

No tags for this post.

Pakistan and Netherlands. (Photo Source: Pankaj Nangia, Surjeet Yadav/Getty Images)

৬ই অক্টোবর, শুক্রবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে পাকিস্তান এবং নেদারল্যান্ডস একে অপরের মুখোমুখি হবে। জিম্বাবুয়েতে বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খেলার যোগ্যতা অর্জন করেছিল নেদারল্যান্ডস। তারা বাছাইপর্বের ফাইনাল পর্যন্ত গিয়েছিল এবং সেখানে তারা শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছিল।

পাকিস্তান এই মুহুর্তে খুব একটা ভালো ফর্মে নেই। তারা এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর পর্ব থেকে বিদায় নিয়েছিল। এরপর দুটি প্রস্তুতি ম্যাচেও তারা জয়ের মুখ দেখতে পারেনি। তবে তাদের জন্য ইতিবাচক দিক হল যে অধিনায়ক বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ভালো ফর্মে রয়েছেন। ইফতিখার আহমেদও সাম্প্রতিক ম্যাচগুলিতে ভালো ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন। চোটের কারণে নাসিম শাহ ওডিআই বিশ্বকাপ ২০২৩ থেকে ছিটকে গিয়েছেন, যা বাবর আজমের নেতৃত্বাধীন দলের জন্য একটি অনেক বড় ধাক্কা। অন্যদিকে, তাদের দলের প্রধান স্পিনার শাদাব খান খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। এছাড়াও প্রস্তুতি ম্যাচ দুটিতে হারিস রউফের পারফরম্যান্স ভালো ছিল না। আসন্ন ম্যাচটিতে পাকিস্তান কেমন পারফরম্যান্সের প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়।

নেদারল্যান্ডস দলে অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের ভালো সংমিশ্রণ রয়েছে। ওডিআই বিশ্বকাপ ২০২৩ তাদের জন্য অবশ্যই একটি অনেক বড় মঞ্চ। তাই তারা এখানে নিজেদেরকে অবশ্যই প্রমাণ করতে চাইবে। তাদের দুটি প্রস্তুতি ম্যাচই বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ম্যাচটিতে বৃষ্টির জন্য প্ৰথমে ওভার কমে ২৩ হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া ২৩ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান করেছিল। নেদারল্যান্ডস রান তাড়া করতে নেমে ১৪.২ ওভারে ৬ উইকেটে ৮৪ রানে পৌঁছেছিল। এরপর আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং ম্যাচ শুরু করা আর সম্ভব হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটিতে তারা জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

পিচ কন্ডিশন

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য খুবই ভালো। এই কেন্দ্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছিল এবং চারটি ইনিংসেই ৩০০-এর বেশি রান উঠেছিল। এখানে টসে জিতে প্রথমে ব্যাটিং করাই বেশি সুবিধাজনক হবে। পাকিস্তান তাদের উভয় প্রস্তুতি ম্যাচই এই কেন্দ্রে খেলেছিল। তাই এই পিচ সম্পর্কে তাদের ধারণা নেদারল্যান্ডসের তুলনায় বেশি রয়েছে।

সম্ভাব্য প্রথম একাদশ

পাকিস্তান

ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহীন আফ্রিদি, হারিস রউফ।

নেদারল্যান্ডস

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শরিজ আহমেদ, লোগান ভ্যান বিক, রোওলফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

পাকিস্তান বনাম নেদারল্যান্ডস: ওডিআইতে হেড টু হেড

ম্যাচ – ৬ | পাকিস্তান – ৬ | নেদারল্যান্ডস – ০

সম্প্রচার বিবরণী

ম্যাচ – পাকিস্তান বনাম নেদারল্যান্ডস

সময় – দুপুর ২টো (ভারতীয় সময়)

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট

The post ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ২, পাকিস্তান বনাম নেদারল্যান্ডস: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

সম্পর্কিত পোস্ট

ভারতের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের স্কোয়াড ঘোষণা দক্ষিণ আফ্রিকার, ওডিআইতে নেই তেম্বা বাভুমা

ভারতের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের স্কোয়াড ঘোষণা দক্ষিণ আফ্রিকার, ওডিআইতে নেই তেম্বা বাভুমা

South Africa ODI team. (Photo Source: Twitter) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েনটি সিরিজ চলাকালীনই দক্ষিণ আফ্রিকা সফরের জদল ঘোষণা করে দিয়েছিল ভারত। আগাী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সিরিজ। তারই দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকাষ। টি টোয়েন্টি , টেস্ট...

টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতীয় দলে জায়গা করে নেওয়ার দৌড়ে রবি বিষ্ণোই এগিয়ে রয়েছেন, মনে করছেন আকাশ চোপড়া

টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতীয় দলে জায়গা করে নেওয়ার দৌড়ে রবি বিষ্ণোই এগিয়ে রয়েছেন, মনে করছেন আকাশ চোপড়া

Ravi Bishnoi. (Photo Source: Twitter/BCCI) পঞ্চম টি-২০ ম্যাচে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। শেষমেশ টি-২০ সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারতীয় দল। এই সিরিজে সবথেকে বেশি উইকেট শিকার করেছেন রবি বিষ্ণোই।...

শেষ টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর নিজের বক্তব্য জানালেন অর্শদীপ সিং

শেষ টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর নিজের বক্তব্য জানালেন অর্শদীপ সিং

Arshdeep Singh. (Photo Source: PUNIT PARANJPE/AFP via Getty Images) পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। শেষ ম্যাচটিতে ভারত প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ২০ ওভারে...

Subscribe to Telegram
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy