Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

ওয়েল্লালাগের বিরুদ্ধে রোহিত শর্মার আউট দেখে হতাশ মারভান আট্টাপাটু

সেপ্টে. 12, 2023

No tags for this post.

Rohit Sharma Out. ( Photo Source: Surjeet Yadav/Getty Images )

এশিয়া কাপের মঞ্চে পরপর তিনটি ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধেও ৫৩ রানের ইনিংস খেলেছেন এই তারকা ক্রিকেটার। তাঁর হাত ধরে বড় রানের প্রত্যাশাতেও ছিলেন সকলে। কিন্তু সেখানেই ছন্দপতন। দুনিথ ওয়েল্লালাগের অপ্রত্যাশিত বোলিং ডেলিভারির সামনে কার্যত হতবাকই হয়ে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। লো ডেলিভারের সামনেই বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয়েছিল রোহিত শর্মাকে। ভারত অধিনায়কের এমন আউট হওয়ার দৃশ্য দেখে কার্যত হতাশ হয়েছেন প্রকাক্তন শ্রীলঙ্কা তারকা ক্রিকেটার মারভান আটাপাট্টু।

এদি্ন শ্রীলঙ্কার বিরুদ্ধেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়েছেন রোহিত শর্মা। ওডিআই ফর্ম্যাটে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১০ হাজার রানের মাইলস্টোন গড়েছেন দ্য হিটম্যান।  শুভমন গিল, বিরাট কোহলিরা ফিরে গেলেও রোহিত শর্মাকে নিয়ে সকলেই বেশ আশাবাদী ছিলেন এই প্রতিযোগিতায়। তেমনভাবে রোহিত শর্মা শুরুও করেছিলেন। কিন্তু দুনিথ ওয়েল্লালাগের একটা ডেলিভারিই সমস্ত হিসাব ভেস্তে দিয়েছিল রোহিত শর্মার। আর সেই আউটটাই যেন মেনে নিতে পারচেন না প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক আট্টাপাটু।

৪৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেই থেমেছিলেন রোহিত শর্মা

এদিনও শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাটে ছিল বাউন্ডারি , ওভার বাউন্ডারির ঝড়। শ্রীলঙ্কার বোলিং লাইনআপের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণাত্মক ফর্মেই ছিলেন রোহিত শর্মা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটারের। সেখানেই রোহিত শর্মার গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৭টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি দিয়ে। কিন্তু রোহিত শর্মার আউট নিয়েই কার্যত হতাশার সুর ঝড়ে পড়ছে মারভান আট্টারপাটুর মুখে। এদিনই ওডিআই কেরিয়ারে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন রোহিত শর্মা।

এই প্রসঙ্গে মারভান আট্টাপাটু জানিয়েছেন, “আমি কথা হারিয়ে ফেলেছি। তাঁর অবস্থাটা এখন আমি অনুভব করতে পারছি।  বিশেষ করে তাঁর জন্য আমার সত্যিই খুব দুঃখিত অনুভব করছি। বিশ্বের যেকোনও ক্রিকেটারই হোক না কেন সেই পরিস্থিতিতে এমন বলের বিরুদ্ধে এভাবেই ব্যাটিং করতে্ন”।

শ্রীালঙ্কার বিরুদ্ধেই বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় সেঞ্চুরী ইনিংস খেলতে পারেননি রোহিত শর্মা। সেটাই বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মা করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

The post ওয়েল্লালাগের বিরুদ্ধে রোহিত শর্মার আউট দেখে হতাশ মারভান আট্টাপাটু appeared first on CricTracker Bengali.

Related Posts

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে ৫ নম্বরে ব্যাট করা নিয়ে মুখ খুললেন কেএল রাহুল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে ৫ নম্বরে ব্যাট করা নিয়ে মুখ খুললেন কেএল রাহুল

KL Rahul. ( Photo Source: ISHARA S. KODIKARA/AFP via Getty Images) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। প্ৰথম দুটি ম্যাচে জয় পাওয়ার পর তৃতীয় ম্যাচে এসে ভারতকে হারতে হয়েছিল। এই সিরিজের শেষ ম্যাচটিতে ভারতীয় দলকে অনেক...

বিশ্বকাপের মঞ্চে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে আশাবাদী মিচেল মার্শ

বিশ্বকাপের মঞ্চে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে আশাবাদী মিচেল মার্শ

Glenn Maxwell. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images) চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ফিরেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই ম্যাটে ব্যাট বাতে বড় রান করতে না পারলেও বল হাতে অস্ট্রেলিয়াকে স্বস্তি দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে ভারতের চার তারকা...

চোটের কারণে ওডিআই বিশ্বকাপ ২০২৩ থেকে ছিটকে গেলেন অ্যাশটন আগার

চোটের কারণে ওডিআই বিশ্বকাপ ২০২৩ থেকে ছিটকে গেলেন অ্যাশটন আগার

Ashton Agar. (Photo by Daniel Kalisz/Getty Images) ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে একটি অনেক বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অভিজ্ঞ স্পিন-বোলিং অলরাউন্ডার অ্যাশটন আগার কাফ মাসেলের চোটের কারণে আসন্ন টুর্নামেন্টটিতে খেলতে পারবেন না। ৫ই অক্টোবর থেকে ওডিআই ক্রিকেটের সবথেকে বড়...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy