ওয়েস্ট ইন্ডিজের এই পরিস্থিতি থেকে সকলকে শিক্ষা নেওয়ার বার্তা মহম্মদ হাফিজের

জুলাই 2, 2023

No tags for this post.
Spread the love

West Indies Out From WC. ( Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

এবারের বিশ্বকাপের মঞ্চে নেই ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের মঞ্চে প্রথম দুবারই চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেইসঙ্গে ১৯৮৩ সালের রানার্স তারা। সেই ওয়েস্ট ইন্ডিজই এবার বিশ্বকাপের মঞ্চে নেই। এই খবরটা যে সকলকেই হতবাক করছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে সকলকে হতাশও করছে। ওয়েস্ট ইন্ডিজ  ক্রিকেট দল বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে যাওয়ার পরই  সোশ্যাল মিডিয়া জুড়ে হতাশ টুইট করতে দেখা গিয়েছিল সকলকে। সেখানেই এক অন্যরকম মন্তব্য প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটার মহম্মদ হাফিজের।

ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট দলের সঙ্গে এমনটা দেখে  অবশ্যই তিনি হতাশ। সেইসঙ্গে এই ঘটনা থেকে সকলকে শিক্ষা নেওয়ার বার্তাই দিচ্ছেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে ওয়েস্ট ইন্ডিজের এই ঘটনা গোটা বিশ্বের সমস্ক দলের কাছে একটা শিক্ষা। সেইভাবেই সকলকে নিজেদের মতো করে এগিয়ে যেতে হবে। এই পেশাদারী  বিশ্বে যে সবসময়ই নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে সেদিকেই নজর রাখতে হবে সকলকে। সেইসঙ্গে পরিকাঠানো, পারফরম্যাম্স এই সমস্ত দিকেই নজর রাখতে হবে।

প্রথম দুই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ

এই প্রসঙ্গে টুইট করে মহম্মদ হাফিজ জানিয়েছেন, “ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নীচের দিকে নেমে যাওয়াটা আমদের সকলের জন্যই একটা শিক্ষা। এই পেশেদারী বিশ্বে কোনও কিছুই নিশ্চিত নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের ধরে রাখার জন্য পরিকাঠামোর উন্নতি যেমন প্রয়োজন রয়েছে , তেমনই  প্রয়োজন রয়েছে ক্রিকেটারদের সঠিক ম্যানেজমেন্টের। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ সালের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে”।

১৯৭৫ সাল এবং ১৯৭৯ সালে পরপর দুবার ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩ সালে ফাইনালে পৌঁছেছিল তারা। যদিও সেবার ভারতের কাছে হেরে গিয়েছিল ভিভ রিচার্ডস,  ক্লাইভ লয়েডের দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে অবশ্য আর বিশ্বকাপ তারা জেতেনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মঞ্চে অনুপস্থিত এমনটা কখনোই হয়নি। এবার সেই ছবিটাও দেখতে হল গোটা বিশ্বকে। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় করতে পারেনি তারা। এবার ওডিআই বিশ্বকাপেরও যোগ্যতা নির্ণয় করতে ব্যর্থ হল ওয়েস্ট ইন্ডিজকে।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্কটল্যান্ড। কিন্তু ক্যারিবিয়ান ব্রিগেডের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। জেসন হোল্ডারের ৪৫ রান বাদ দিলে কোনও ক্যারিবিয়ান ক্রিকেটারের রানই এদিন উল্লেখ করার মতো নয়। ১৮১ রানেই থেমে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩ উইকেট খুইয়েই সেই রান তুলে নেয় স্কটল্যান্ড। আর তাতেই স্বপ্ন শেষ ওয়েস্ট ইন্ডিজের।

The post ওয়েস্ট ইন্ডিজের এই পরিস্থিতি থেকে সকলকে শিক্ষা নেওয়ার বার্তা মহম্মদ হাফিজের appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador