ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেন কির্ক ম্যাককেঞ্জি ও অ্যালিক অ্যাথানেজ

জুলাই 8, 2023

No tags for this post.
Spread the love

kirk mckenzie & alick athanaze, ( Image Source: Hagen Hopkins-ICC, Matthew Lewis-ICC/ICC via Getty Images)

ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে চমক। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সিরিজ শেষেই বোঝা যাবে। তবে ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ান ব্রিগেডে সুযোগ পেয়েছেন দুই অবাছাই ক্রিকেটার। ক্রেগ ব্রেথওয়েটের নেতৃত্বে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপে নেই ওয়েস্ট ইন্ডিজ। তা নিয়েএই মুহূর্তে সমালোটনা রয়েছে তুঙ্গে। তার মাঝেই এবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে  ক্যারিবিয়ান ব্রিগেড।

কয়েকদিন আগেই বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ -এ দল। সেই দলের হয়েই দুরন্ত পারপরম্যান্স দেখানো দুই তরুণ ক্রিকেটারকে ভারতের বিরুদ্ধে দলে রাখা হয়েছে। সেখানেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে এসেছেন কির্ক ম্যাককেঞ্জি। বাংলাদেশের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ-এ দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই বাঁহাতি ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখার পরই ভারতীয় দলের বিরুদ্ধে ক্যারিবিয়ান শিবিরে সুযোগ পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। একইসঙ্গে আরও একজন তরুণ ক্রিকেটারকেও দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ব্রেথওয়েটের নেতৃত্বে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ

এরেক বাঁহাতি ব্যাটার অ্যালিক অ্যাথানেজকেও ভারতীয় দলের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনিও ওয়েস্ট ইন্ডিজ -এ দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছিলেন। তাদের দুজনকে নিয়ে ভারতের বিরুদ্ধে বেশ আশাবাদী  ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা। তাদের মতে এই দুই ক্রিকেটার এই মুহূর্তে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। সেখানেই এই দুই তরুণ ক্রিকেটারকে নিয়ে আশাবাদী  ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

এই প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক জানিয়েছেন, “বাংলাদেশের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ -এ দলের ম্যাচের সময় সেখানে দুরন্ত পারফরম্যন্স দেখিয়েছিলেন এই দুই তরুণ ক্রিকেটার ম্যাককেঞ্জিও অ্যাথানেজ। সেখানেই তাদের ব্যাটিম পারপরম্যান্স আমাদের নজর কেড়েছিল। এই দুই তরুণ ক্রিকেটারের খেলার মানসিকতা এবং তাদের রান করার দক্ষতা রয়েছে। সেসব দেখেই আমাদের মনে হয়েছিল যে এই সিরিজে তাদের সুযগ পাওয়া উচিত্”।

বেশকয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। একটি প্রস্তুতি ম্যাচও খেলা হয়ে গিয়েছে তাগের। শনিারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার জন্য ডমিনিকা পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইটা এখান থেকেই শুরু করতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কাদের মুখে হাসি ফোটে সেটাই এখন দেখার।

The post ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেন কির্ক ম্যাককেঞ্জি ও অ্যালিক অ্যাথানেজ appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador