Nitish Rana. (Image Source: IPL/BCCI)
৫ই জুলাই, বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর কিছুক্ষণ পরেই নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রহস্যময় পোস্ট করেন প্রতিভাবান ক্রিকেটার নীতিশ রানা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। এই মরসুমে লিগ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছিল কেকেআরকে। নীতিশ রানা ব্যাট হাতে ভালো রান পেয়েছিলেন। তিনি ১৪টি ম্যাচ খেলে ৪১৩ রান করতে সক্ষম হয়েছিলেন এবং তার সর্বোচ্চ রান ছিল ৭৫। তার গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৩১.৭৭ এবং ১৪০.৯৬। আইপিএল ২০২৩-এ তিনি ৩টি অর্ধশতরান করেছিলেন।
নীতিশ রানা সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২২-২৩-এও খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। টি-২০ সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে, তা সত্ত্বেও রানাকে দলে জায়গা দেওয়া হয়নি।
নীতিশ রানার পোস্টটিতে লেখা রয়েছে, “খারাপ দিনগুলি ভালো দিন তৈরি করে।”
— Nitish Rana (@NitishRana_27) July 5, 2023
টি-২০ দলে সুযোগ পাননি রিঙ্কু সিংও
৩রা আগস্ট থেকে ১৩ই আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজটি খেলবে ভারত। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। নীতিশ রানার পাশাপাশি তার কেকেআর দলের সতীর্থ রিঙ্কু সিংকেও টি-২০ সিরিজে সুযোগ দেওয়া হয়নি। আইপিএল চলাকালীন রিঙ্কু অনেক ক্রিকেট বিশেষজ্ঞদের পাশাপাশি সমর্থকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছিলেন।
আইপিএল ২০২৩-এ রিঙ্কু সিং কেকেআরের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তিনি ১৪টি ম্যাচ খেলেছিলেন এবং ৪৭৪ রান করেছিলেন। এই রান তিনি ৫৯.২৫ গড় এবং ১৪৯.৫৩ স্ট্রাইক রেটের সাথে করেছিলেন। তার সর্বোচ্চ রান ছিল ৬৭*।
টি-২০ সিরিজে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার দলে জায়গা করে নিয়েছেন। যশস্বী জয়সওয়াল এবং তিলক ভার্মা প্রথমবারের জন্য ভারতের টি-২০ স্কোয়াডে ডাক পেয়েছেন। এছাড়াও সঞ্জু স্যামসন দলে ফিরে এসেছেন।
এই সিরিজে মুকেশ কুমারকেও সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও উমরান মালিক, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং এবং আভেশ খান দলে জায়গা করে নিয়েছেন। এদের প্রত্যেককেই আমরা আইপিএল ২০২৩-এ খেলতে দেখেছিলাম। টি-২০ সিরিজটি টেস্ট এবং ওডিআই সিরিজের পরে খেলা হবে। এই পাঁচ ম্যাচের সিরিজটিতে শেষমেশ কারা কারা প্ৰথম একাদশে সুযোগ পান সেটাই এখন দেখার বিষয়।
The post ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টি-২০ দলে সুযোগ না পাওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রহস্যময় পোস্ট করলেন নীতিশ রানা appeared first on CricTracker Bengali.