কঠিন পরিস্থিতিতে আউট হয়ে হতবাক বিরাট কোহলি, একরাশ হতাশা নিয়েই ছাড়লেন মাঠ

নভে. 19, 2023

Spread the love

Virat Kohli Out. ( Photo Source: Matthew Lewis-ICC/ICC via Getty Images )

রোহিত শর্মা, শুভমন গিল এবং শ্রেয়স আইয়াররা তাড়াতাড়ি সাজঘরে ফিরলেও, ক্রিজে যতক্ষণ বিরাট কোহলি ছিলেন ততক্ষণ ভারতীয় দলকে নিয়ে সকলেই একটা আশায় ছিল। চলতি বিশ্বকাপের মঞ্চে বারবারই কঠিন পরিস্থিতিতে ভারতীয় দলের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এদিনও সেই একই কাজ করছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কিন্তু প্যাট কামিন্সের বলেই সব শেষ। প্লেডঅন হয়েই এদিন থামতে হয় বিরাট কোহলিকে। সেই সময় গোটা মাঠ যেমন সেটা বিশ্বাস করতে পারছিলেন না। তেমনই বিরাট কোহলির কাছেও যেন তা অবিশ্বাস্য ছিল।

বিশ্বকাপের মঞ্চে এবার বিরাট কোহলি ছিলেন অপ্রতিরোধ্য। ফাইনালের মঞ্চেও সেই বিরাট কোহলিই ছিলেন সকলের আশা। মনেমনে তিনিও যে ফাইনালের মঞ্চে একটা বড় ইনিংস খেলার পরিকল্পনা নিয়ে নেমেছিলেন তাও বলার অপেক্ষা রাখে না। লোকেশ রাহুলকে নিয়ে সেই কাজটাই নিখুঁতভাবে করা শুরু করেছিলেন তিনি। সবকিছু ঠিকঠাকভাবে এগোচ্ছিলও। বিশেষ করে বিরাট কোহলি অর্ধশতরানের ইনিংস খেলার পর সকলেই ফের ভারতের ঘুরে দাঁড়ানো নিয়ে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছিলেন।

৬৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেই থেমেছেন বিরাট কোহলি

ম্যাচের ২৮ নম্বর ওভারেই ঘটে গেল সবচেয়ে বড় অঘটনটা। এমন ঘটনার জন্য বিরাট কোহলি নিজেও যে প্রস্তুত ছিলেন না তা বলার অপেক্ষা রাখে না। প্যাট কামিন্সের তৃতীয় বলেই প্লেড অন। গ্যালারীতে থাকা সমর্থকরা চুুপ। উইকেচ ভাঙার আওয়াজ পেয়ে বিরাট কোহলি নিজেও যেন তখন হতবাক। তাঁর চোখ মুখে সেই ছাপ ছিল স্পষ্ট। এমনভাবে আউট হওয়ার ঘটনাটা যেন বিরাট কোহলি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। মাঠ ছেড়ে বেড়েতেও যেন তাঁর মন চাইছে না। বিরাট কোহলির চোখে মুখে ছিল এক বিষন্নতার ছাপ।

Pat Cummins must’ve loved every bit of silencing a 100000+ crowd as he gets Virat Kohli in Ahmedabad 🎯 pic.twitter.com/u1t4mmbATE

— CricTracker (@Cricketracker) November 19, 2023

তিনি  সাজঘরে ফেরা মানেই যে অস্ট্রেলিয়া শিবিরে বাড়তি অক্সিজেন যোগান তা বলাই বাহুল্য। সেই কথাটা বোধহয় বিরাট কোহলি নিজেও ভালভাবেই জানেন। সেই জন্যই তো আউট হওয়ার পর তাঁর চোখে মুখে এক বিষন্নতা এবং হতাশার ছাপ ছিল স্পষ্ট। গ্যালারীতেে বসে থাকা বিরাট পত্নী অনুষ্কা শর্মার হতাশায় ভেঙে পড়েছিলেন। একইচিত্র ছিল তখন গোটা স্টেডিয়ামে।

বিরাট কোহলিকে ঘিরে এই ম্যাচেও যে সকলের প্রত্যাশার পারদটা ছিল তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। রোহিত, শ্রেয়সরা ফিরে গেলেও বিরাটের ব্যাটই সকলের মনে আশার আলো জ্বালিয়ে রেখেছিল। কিন্তু শেষরক্ষা হল না। ৫৪ রানেই থেমে গেলেন বিরাট কোহলি।

The post কঠিন পরিস্থিতিতে আউট হয়ে হতবাক বিরাট কোহলি, একরাশ হতাশা নিয়েই ছাড়লেন মাঠ appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador