Naseem Shah. Photo Source: (Surjeet Yadav/Getty Images)
বৃহস্পতিবার এশিয়া কাপের মঞ্চে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচ কার্যত এবারের এশি্য়া কাপের সেমিফাইনালও বলা যেতে পারে। কিন্তু সেই ম্যাচে নামার আগেই পাকিস্তান শিবিরে বড়সড় ধাক্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবেন না পাকিস্তানের তারকা ক্রিকেটার নাসিম শা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নাসিম শা-র মতো তারকা পেসারের না খেলতে পারাটা যে পাকিস্তান শিবিরে এই মুহূর্তে অস্বস্তির আবহ তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না। তাঁর জায়গাতেই পাকিস্তান শিবিরে এসেছেন জামান খান।
এবারের এশিয়া কাপে পাকিস্তানের অন্যতম প্রদান শক্তি তাদের পেস বোলিং লাইনআপ। সেখানেই শাহিন আপ্রিদি,হারিস রওফের সঙ্গে অন্যতম অস্ত্র হলেন এই তারকা ক্রিকেটার নাসিম শা। প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধেও প্রথম ম্যাচেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই সেই তারকা ক্রিকেটার ছিটকে গিয়েছেন নাসিম শা। তাঁর জায়গায় জামন খান এলেও তিনি নাসিম শা-র অভাব কতটা পূরণ করতে পারবেন তা এখনই বলা সম্ভব নয়।
ভারতের বিরুদ্ধে ম্যাচের সময়ই কাঁধে চোট পেয়েছিলেন নাসিম শা
ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে জিততে পারেনি পাকিস্তান। সুপার ফোরের মঞ্চে ভারতের কাছে ২২৮ রানে হেরে গিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে অবশ্য বল হাতে ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বি্শেষ সুবিধা করতে পারেননি তিনি। কিন্তু সেই ম্যাচ থেকেই পাকিস্তান শিবিরে তাঁকে নিয়েশুরু হয়েছিল জল্পনা। ভারতের বিরুদ্ধে ম্যাচের সময়ই কাঁধে চোট পেয়েছিলেন নাসিম শা। হারিস রওফ সেই ম্যাচে বোলিংই করতে পারেননি। এরপর ভারতের বিরুদ্ধে ৮ উইকেট পড়ে গেলেঅ ম্যাচ শেষ হয়ে যায়। কারণ কাঁধের চোটের জন্য নাসিম শাসেদিন আর মাঠেনামতে পারেননি।
এরপর থেকেই নাসিম শা-র এশিয়া কাপের মঞ্চে নামা নিয়ে শুরু হয়ে গিয়েছিল নানান হিসাব নিকাশ। তাঁকে নিয়ে নানান গুঞ্জনই চলছিল এশিয়া কাপের মঞ্চে। তাঁর চূড়ান্ত রিপোর্টের অপেক্ষাতেই ছিলেন সকলে। শেষপর্যন্ত এবারের মতো এশিয়া কাপ খেলার স্বপ্ন শেষ নাসিম শায়ের। তাঁর পরিবর্ত ইতিমধ্যেই পাকিস্তান শিবিরে সুযোগ পেয়েছেন জামন খান।
অন্যদিকে হারিস রওফকে নিয়েও একেবারে নিশ্চিন্ত নয় পাকিস্তান। এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ নন তিনি। চিকিত্সকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন এই তারকা ক্রিকেটার। এশিয়া কাপের ফাইনালে পৌঁছলে তিনি খেলতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post কাঁধের চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাসিম শা appeared first on CricTracker Bengali.