কেরিয়ারারের প্রথম বিশ্বকাপেই ৯ ম্যাচে ১৮ উইকেট জসপ্রীত বুমরার, প্রত্যাশা বাড়ছে তাঁকে ঘিরে

সেপ্টে. 21, 2023

Spread the love

Jasprit Bumrah. (Photo by Dan Mullan/Getty Images)

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। বিশ্বকাপের সূচী ঘোষণার পর থেকেই  উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। সেখানেই ৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই ভারতের প্রতিপক্ষ এবার অস্ট্রেলিয়া। সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিততে পারবে কিনা তা তো সময়ই বলবে।  তবে বিশ্বকাপের মঞ্চে জসপ্রীত বুমরাহ যে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। চোট সারিয়ে এশিয়া কাপের মঞ্চেই ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ।

শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারতীয় দল। সেখানেই এই মুহূর্তে জসপ্রীত বুমরার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। এই সিরিজ যে জসপ্রীত বুমরার কাছেও অন্যতম পরীক্ষার মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। জসপ্রীত বুমরাও অবশ্য নিজেকে এখানে পরীক্ষা করে নিতে চাইবেন। প্রথমবার ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে নেমেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।  কেরিয়ারের প্রথম ওডিআই বিশ্বকাপেই সকলের নজর কেড়েছিলেন তিনি।

শুধু তাই নয় সেই বিশ্বকাপের মঞ্চেই এওক ইনিংস চার উইকেট নেওয়ার নজিরও রয়েছে জসপ্রীত বুমরার। ২০১৯ সালে বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সে্ই ম্যাচ থেকেই উইকেট শিকার শুরু করে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে তাদের তারকা দুই ক্রিকেটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরা। দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা ও কুউন্টন ডিকক-কে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

২০১৯ সালের বিশ্বকাপে বুমরার সেরা পারফরম্যান্স ৫৫ রানে ৪ উইকেট

Jasprit Bumrah. ( Photo Source: Andy Kearns/Getty Images )

সেই ধারা কার্যত প্রতিটি ম্যাচেই ধরে রেখেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেবারের বিশ্বকাপে জসপ্রীত বুমরাহ  ৯ ম্যাচ খেলে ১৮টি উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে তিন উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। সেখানেই জসপ্রীত বুমরার শিকার হয়েছিলেন উসমান খোয়াজা, কাউন্টার নাইল এবং প্যাট কামিন্স।

বিশ্বকাপে জসপ্রীত বুমরার পারফরম্যান্স

ম্যাচ – ৯

রান – ৩৭১

বল – ৫০৪

উইকেট – ১৮

সেরা বোলিং – ৪/৫৫

সেবারের বিশ্বকাপের মঞ্চে জসপ্রীত বুমরার সেরা পারফরম্যান্স ছিল বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচেই জসপ্রীত বুমরা একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। এখনও পর্যন্ত জসপ্রীত বুমরার বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে ৫৫ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাবহ। তবে গতবারের বিশ্বকা্পে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু উইকেট তুলতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

সেই বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিরুদ্ধে যেমন তিন উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ, তেমনই আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ঝুলিতে এসেছিল দুটো করে উইকেট। জসপ্রীত বুমরার সেই পারফরম্যান্স দেখে সকলেই আপ্লুত হয়েছিলেন। এবার কেরিয়ারের দ্বিতীয় ওডিআই বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছেন তিনি। সেখানেও যে জসপ্রীত বুমরাহকে নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।

The post কেরিয়ারারের প্রথম বিশ্বকাপেই ৯ ম্যাচে ১৮ উইকেট জসপ্রীত বুমরার, প্রত্যাশা বাড়ছে তাঁকে ঘিরে appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador