Rohit Sharma & Shubman Gill. ( Image source bcci/twitter )
এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটারের তকমা রয়েছে শুভমন গিলের গায়ে। শেষ ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস কেলেছিলেন শুভমন গিল। সেই পারফরম্যান্স যে বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ওডিআই ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই ম্যাচে নামার আগেই রোহিত শর্মার প্রশংসায় ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমন গিল।
রোহিত শর্মার ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার কথাই শোনা গিয়েছে এইঅ তারকা ক্রিকেটারের মুখে। এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে কেরিয়ারের অন্যতম সে্রা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার। আর সেই সাফল্যের পিছনে যে রোহিত শকর্মার অবদানও অনেকটা রয়েছে তা বলতে কোনও দ্বিধা করেননি শুভমন গিল। শেষ ম্যাচে নামার আগে সেই কতাই শোনা গেল তাঁর মুখে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্য়াচে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছে শুভমন গিলকে। আবার সেই ম্যাচেই ভারতীয় দলে ফিরতে চলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল
শুভমন গিল জানিয়েছেন, “ক্রিকেটারদের নিজেদের বিকশিত করার জন্য রোহিত শর্মা অত্যস্ত স্বাধীনতা দেন। এমন কী তিনি কোচকেও বলেন যে ক্রিকেটারদের তাদের মাঠে নিজেদের সিদ্ধান্ত নিতে দেওয়ার জন্য। তাদের সেরাটা দেখার পরই সবকিছু বিচার করার কথাও বলেন রোহিত শর্মা। একজন ক্রিকেটার এবং অধিনায়ক হিসাবে এটাই রোহিত শর্মার অন্যতম সেরা একটা দক্ষতা”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে শুভমন গিলও কেররিয়ারের ষষ্ঠ সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন। ৯২ বলে কেরিয়ারের আরেকটা ওডিআই সেঞ্চুরী পেয়েছিলেন শুভমন গিল। সেইসঙ্গেই সচিন তেন্ডুলকরদের এলিট তালিকায় নিজের নাম তুলেছেন তিনি। ভারতীয় ক্রিকেটার হিসাবে ওডিআইয়ের মঞ্চে দ্রুততম ৬টি সেঞ্চুরী করার রেকর্ড গড়েছিলেন শুভমন গিল। এরপর থেকেই সুভমন গিকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। তাঁর প্রশংসাই শোনাযাচ্ছে প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে।
অ্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেই থেমেছিল শুভমন গিল। বিশ্বকাপের আগে তাঁর এই পারফরম্যান্স যে ভারতীয় শিবিরকে স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপেও শুভমন গিল সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার। প্রথম ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। দ্বিতীয় ম্যাচেই পেয়েছিলেন সেঞ্চুরী। এবার শুধুই শুভমন গিলের বি্শ্বকাপের মঞ্চে নামার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post “ক্রিকেটারদের নিজেদের মতো খেলার স্বাধীনতা দেন রোহিত শর্মা” – শুভমন গিল appeared first on CricTracker Bengali.