Shreyas Iyer. ( Image Source: Twitter )
ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ভারতীয় দল। লিগ টেবিলের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচেই এবার বড় রানের লক্ষ্যে রয়েছেন শ্রেয়স আইয়ার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নামতে হবে ভারতীয় দলকে। সেখানে নামারপ আগে এবার এক অভিনব প্রস্তুতি সারছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটা শ্রেয়স আইয়ার। বেঙ্গালুরুতে ব্যাটের বদলে বেসবলের ব্যাট নিয়ে অনুশীলসন সারলেন শ্রেয়স আইয়ার। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই কার্যত ভাইরাল।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে এবারের বিশ্বকাপের শীর্ষস্থানটা পাকা করে ফেলেছে ভারতীয় দল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতে তাদের অপরাজিত তকমাটা অক্ষুন্ন রাখার লক্ষ্যে রয়েছে টিম ইন্ডিয়ার। সেই ম্যাচেই বিরাট কোহলির সঙ্গে বড় রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। ৮৭ বলে ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। এবারের বিশ্বকাপের মঞ্চে তাঁর বড় রান না পাওয়ার ফলে নানান কথাবার্তা শুরু হয়েছিল। এমন পরিস্থিতিতেই দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে তাঁর রানে ফেরাটা বাড়তি অক্সিজেন যুগিয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার
এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই সেঞ্চুরীর লক্ষ্যে রয়েছেন শ্রেয়স আইয়ার। সেই জন্যি প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাননা তিনি। বুধবার অপশনাল প্রস্তুতি থাকলেও, সেখানে জোরকদমে প্রস্তুতি সেরেছিলেন শ্রেয়স আইয়ার। সেই প্রস্তুতিতেই সকলকে চমকে দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। ক্রিকেটের ব্যাট ছে়ড়ে বেসবলের ব্যাটেই প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। আর সেই ছবি দেখেই সকলে আপ্লুত। যদিও কেন শ্রেয়স আইয়ার এমনটা করেছিলেন তা নিয়ে অবশ্য বিশেষ কিছু জানা যায়নি।
Shreyas Iyer with the baseball bat#ShreyasIyer #RohitSharma𓃵 #ViratKohli #CWC23INDIA #abhiya #elvisha #abhisha #INDvsENG #CricketWorldCup #CricketWorldCup2023 pic.twitter.com/QxwTb4r0Bh
— Virat Kohli(parody) (@harshraj5056) November 9, 2023
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট রানের ব্যবধানে জিতেছিল ভারতীয় দল। সেখানেই বিরা কোহলির সঙ্গে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন শ্রেয়স আইয়ার। বিরাট এবং তাঁর হাত ধরেই যে বড় রানের রাস্তাটা ভারতীয় দল পাকা করেছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও সেই ম্যাচে সেঞ্চুরীর প্রত্যাশা পূরণ হয়নি তাঁর। এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেটাই হয় কিনা তা দেখার অপেক্ষায় সকলে।
বৃহস্পতিবারও প্রস্তুতিতে নেমে পড়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। এবার বেসবলের ব্যাটে প্রস্তুত সারছেন তিনি। ডাচদের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে বড় রানের ইনিংস দেখার অপেক্ষাতেই সকলে।
The post ক্রিকেটের ব্যাট ছেড়ে বেস বলের ব্যাটে প্রস্তুতি শ্রেয়স আইয়ারের appeared first on CricTracker Bengali.










