Rohit Sharma. ( Photo Source: Robert Cianflone/Getty Images )
ওডিআই বিশ্বকাপের মঞ্চে একটি বিশেষ রেকর্ড করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ১৯শে নভেম্বর, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচে ৩১ বলে ৪৭ রানের একটি দারুণ ইনিংস খেলেন রোহিত। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ৩টি ছয় মারেন।
ওডিআই ক্রিকেটে একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড ক্রিস গেইলের নামে ছিল। এখন এই রেকর্ডটির নতুন মালিক হলেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিস গেইল মোট ৮৫টি ছয় মেরেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার নামে এই মুহূর্তে ৮৬টি ছয় রয়েছে।
রোহিত শর্মা এবং ক্রিস গেইলের পরে এই রেকর্ডে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির নাম রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি মোট ৬৩টি ছয় মারতে সক্ষম হয়েছিলেন। এরপর এই তালিকায় শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্যর নাম রয়েছে। ওডিআই ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে তিনি মোট ৫৩টি ছয় মেরেছিলেন।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে আরও বেশ কয়েকটি রেকর্ড করেছেন রোহিত শর্মা। তিনি একটি ওডিআই বিশ্বকাপে সবথেকে বেশি ছয় মারার রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ রোহিত শর্মা মোট ৫৪টি ছয় মেরেছেন। এছাড়াও অধিনায়ক হিসেবে একটি ওডিআই বিশ্বকাপে সবথেকে বেশি রান করার রেকর্ডও করেছেন তিনি। এই রেকর্ডটি আগে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের নামে ছিল। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে তিনি ৫৭৮ রান করেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। রোহিত এই বিশ্বকাপে ১১টি ইনিংস খেলেছেন এবং ৫৯৭ রান করেছেন। এছাড়াও একমাত্র খেলোয়াড় হিসেবে পরপর দুটি ওডিআই বিশ্বকাপে ৫০০+ রান করার রেকর্ড করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে শুরুটা ভালোভাবে করতে সাহায্য করেন রোহিত শর্মা
ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে ব্যাটিং করেন রোহিত শর্মা। তার ঝোড়ো ব্যাটিংয়ের কারণেই প্ৰথম ১০ ওভারে স্কোরবোর্ডে ৮০ রান তুলতে সক্ষম হয় ভারত। তবে তিনি প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ভারতের রানের গতি অনেকটাই কমে যায়। ভারত ২০০ রানের গন্ডি পার করে ফেলেছে। শেষমেশ ভারত কত রান করতে সক্ষম হয় সেটাই এখন দেখার বিষয়।
এই মুহূর্তে ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব এবং মহম্মদ শামি। কেএল রাহুল এবং বিরাট কোহলি যথাক্রমে ১০৭ বলে ৬৬ রান এবং ৬৩ বলে ৫৪ রান করেছিলেন।
The post ক্রিস গেইলকে পিছনে ফেলে দিয়ে ওডিআই ক্রিকেটে একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড করলেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.










