Chris Gayle. (Photo Source: Disney/Hotstar)
লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এর চতুর্থ ম্যাচে ভিলওয়ারা কিংস এবং গুজরাট জায়ান্টস একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ রান তুলতে সক্ষম হল গুজরাট জায়ান্টস।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভিলওয়ারা কিংসের অধিনায়ক ইরফান পাঠান। ব্যাট করতে নেমে শুরুটা ঝোড়ো গতিতে করে গুজরাট জায়ান্টস। দুই ওপেনার ক্রিস গেইল এবং জ্যাক ক্যালিস মিলে মাত্র ৩.১ ওভারের মধ্যেই স্কোরবোর্ডে ৩৩ রান তুলে ফেলে। ক্যালিস ২টি চার এবং ১টি ছয় সহ ৭ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এই ম্যাচে গুজরাট জায়ান্টসের হয়ে সর্বোচ্চ রান করেন ক্রিস গেইল। তিনি ২৭ বলে ৫২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৮টি চার এবং ২টি ছয় মারেন। রিচার্ড লেভি ২১ বলে ২৮ রান করতে সক্ষম হন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ১টি ছয়।
কেভিন ও ব্রায়েন স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। তিনি ১১ বলে ১১ রান করে নিজের উইকেট হারান। অধিনায়ক পার্থিব প্যাটেল ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ১৪ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অভিষেক ঝুনঝুনওয়ালা ৪টি চার সহ ১৫ বলে ২৪ রান করে আউট হন। চিরাগ খুরানা এবং রজত ভাটিয়া যথাক্রমে ১৮ বলে ২৪ রান এবং ৭ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।
জেসল কারিয়া খুব ভালো বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেন
জেসল কারিয়া ৪ ওভারে মাত্র ১৬ রান দেন এবং ২টি উইকেট তুলে নেন। তিনি রিচার্ড লেভি এবং পার্থিব প্যাটেলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। অন্যদিকে, রাহুল শর্মা ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। তিনি ক্রিস গেইল এবং কেভিন ও ব্রায়েনকে আউট করতে সক্ষম হন।
ক্রিস্টোফার বার্নওয়েল ৪ ওভারে ৪৫ রান দিয়ে ১টি উইকেট নেন। তিনি অভিষেক ঝুনঝুনওয়ালাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এই ম্যাচে ভিলওয়ারা কিংসের আর কোনো বোলার উইকেট নিতে পারেননি। অনুরিত সিং, রায়ান জে সাইডবটম এবং তিলকরত্নে দিলশান যথাক্রমে ৪ ওভারে ৩৫ রান, ৩ ওভারে ৩৯ রান এবং ১ ওভারে ১১ রান দেন। এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post ক্রিস গেইলের ঝোড়ো অর্ধশতরানের হাত ধরে ভিলওয়ারা কিংসের বিরুদ্ধে স্কোরবোর্ডে ১৭২ রান তুলল গুজরাট জায়ান্টস appeared first on CricTracker Bengali.










