Rohit Sharma. (Photo Source: Twirtter)
২০১১ সালে শেষবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের আসর বসেছিল। সেবারই দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। এরপর মাঝে আরও দুটো বিশ্বকাপ হয়ে গিয়েছে। দুবার সেমিফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। এবার ফের একবার ঘরের মাটেবিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই রোহিত শর্মার নেতৃত্বে নামবে টিম ইন্ডিয়া। ঘরের মাটে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এখন মরিয়া হয়ে রয়েছেন রোহিত শর্মা। শেষপর্যন্ত তাঁর সেই স্বপ্নপূরণ হয় কিনা তা তো সময়ই বলবে।
রোহিত শর্মার ঝুলিতে টি টোয়েন্টি বিশ্বকাপ থাকলেও এখনও পর্যন্ত একটিও ওডিআই বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় দল। এবার ঘরের মাঠে রোহিত শর্নার নেতৃত্বে নামছেটিম ইন্ডিয়া। ২০১১সালে ভারতীয় দল জিতলেও সেই দলে জায়গা হয়ননি রোহিত শর্মার। আর সেই সিদ্ধান্তে যে তিনি অত্যন্ত হতাশ হয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত বিশ্বকাপ এত কাছ থেকে দেখেননি রোহিত শর্মা। বিশ্বকাপের সঙ্গে ফটোসেশনের সময়ই অত্যন্ত আবেগতাড়িত হয়ে পড়েছিলেন রোহিত শর্মা।
৫ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া
২০১১ সালে বিশ্বকাপ জয়ের সেই মুহূর্তের স্বাক্ষী মাঠে থেকে হতে পারেননি রোহিত শর্মা। টেলিভিশনের পর্দাতেই সেই বিশ্বকাপ জয়ের মুহূর্ত দেখতে হয়েছিল রোহিত শর্মাকে। এবার সেই রোহিত শর্মাই বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক হিসাবে। সেখানেই শেষপর্যন্ত কী হয়তা তো সময়ই বলবে। তবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের জন্য মুখিয়ে রয়েছেন রোহিত শর্মা। এবারের বিশ্বকাপ তারা জিততে পারবে বলেই আশাবাদী ভারতীয় দলের তারকা অধিনায়ক রোহিত শর্মা।
আাইসিসি বিশ্বকাপের ট্রফির সামনে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, “এর আগে কখনোও এত কাছ থেকে এই ট্রফি আমি দেখিনি। এমনকি ২০১১ সালে যখন আমরা বিশ্বকাপ জিতেছিলাম সেই সময় ভারতীয় দলের সদস্য ছিলাম না আমি। এটা সত্যিই অসাধারণ লাগছে। বহু স্মৃতি জড়িয়েরয়েছে েই বিশ্বকাপের ট্রফির সঙ্গে। সেইসঙ্গে রয়েছে সোনালী অতীত ও ইতিহাসও। সেজন্যই এই বিশ্বকাপ দেখতে এত সুন্দর এবং আমি আশাবাদী যে এই ট্রফি মরা তুলতে পারব। সেইঅ প্রত্যাশাই বাড়ছে”।
আগামী ৫ ্ক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দল নামবে ৮ অক্টোবর। প্রথম ম্যাচেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এরপরই বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
The post ঘরের মাঠে বিশ্বকাপ জয় নিয়ে আশাবাদী ভারত অধিনায়ক রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.