চন্দ্রযান-৩ এর সফল অবতরণ, ভারতের ইতিহাস গড়ার আনন্দে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া

আগস্ট 23, 2023

No tags for this post.
Spread the love

Chandrayan-3 (Photo Source: twitter)

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এরপরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু তার আগেই উচ্ছ্বাসে মাতোয়ারা হলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের মাটিতেই দেশের ইতিহাস গড়ার আনন্দে মাতোয়ারা জসপ্রীত বুমরাহ, যশস্বী জয়সওয়ালরা। হবে নাই বা  কেন, এমন একটা ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী কেই না থাকতে চায়।  মাঠে নামার আগে গোটা দেশবাসীর সঙ্গে ভারতীয় ক্রিকেট দলেরও চো ছিল  টিভির পর্দায়। চন্দ্রযান-৩-এর সফল অবতরণের পর আয়ারল্যান্ডেই ভারতীয় ক্রিকেটারদের চোখে মুখে ছিল উচ্ছ্বাসের ছবি।

বুধবার সকাল থেকেই দেশের সকলের মুখে ছিল একটাই কথা। চন্দ্রযান – ৩ এর সফল অবতরণ। ভারতীয় সময় অনুয়ায়ী ঠিক সন্ধে ছটা চার মিনিট বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিম মেরুতে অবতরণের কথা  চন্দ্রযান-৩ এর।  সেই মহেন্দ্রক্,মের সময় যথি এগিয়ে আসছিল ততই ভারতবাসীর হৃদস্পন্দনও যে বাড়তে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয়  দলের ক্রিকেটারদের অবস্থাও যে তার থেকে খুব একটা আলাদা ছিল না তা বলার অপেক্ষা রাখে না।

বুধবার সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করল চন্দ্রযান-৩ বিক্রম

এদিন ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা থেকেই সকলের নজর ছিল টিভির পর্দায়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নামার আগে ভারতীয় দলের ক্রিকেটারদেরও অবস্থাটা একইরকম ছিল। মাঠের ডাগ আউটেই টিভির দিকে নজর ছিল জসপ্রীত বুমরাব, রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল গ দোটা ভারতীয় দলের। অপেক্ষাটা ছিল শুধু সময়ের। চন্দ্রযান-৩ এর অবকরণেরপ পরই সকলের চোখে মুখে ছিল েক তৃপ্তির হাসি। দেশের ইতিহাস তৈরির ক্ষণের আনন্দে গা ভাসিয়েছিলেন তারাও। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পাঠাতেও খুব একটা দেরী করেনি বিসিসিআইও।

🎥 Witnessing History from Dublin! 🙌

The moment India’s Vikram Lander touched down successfully on the Moon’s South Pole 🚀#Chandrayaan3 | @isro | #TeamIndia https://t.co/uIA29Yls51 pic.twitter.com/OxgR1uK5uN

— BCCI (@BCCI) August 23, 2023

২০১৯ সালে ভারত ব্যর্থ হয়েছিল। কিন্তু ২০২৩ সালে আর কোনও ব্যর্থতা নয়। সফলভাবেই চাঁদের মাটিতে পা রেখেছে ভারতের চন্দ্রযান-৩ বিক্রম। সেই মুহূর্তে ভারতীয় ক্রিকেটাররাও আবেগতাড়িত। দেশের বাইরে থাকলেও দেশের এমন ইতিহাস গড়ার মুহূর্তে তারাও নিজেদের সামলে রাখতে পারেনি। আয়ারল্যান্ডের মাটিতেই জসপ্রীত বুমরাদের দেশের ইতিহাস গড়ার উচ্ছ্বাস ছিল দেখার মতো।

এদিন গোটা দেশবাসী তাকিয়ে ছিল চন্দ্রযান-৩ বিক্রমের দিকে। এই মহূর্তে গোটা দেশ জুড়ে  এই সাফল্য নিয়েই নানান আলোচনা চলছে। প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত। গোটা দেশ এখন এই উচ্ছ্বাসেই মাতোয়ারা।

The post চন্দ্রযান-৩ এর সফল অবতরণ, ভারতের ইতিহাস গড়ার আনন্দে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador