চলতি বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটে ৮টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া

জুলাই 8, 2023

Spread the love

Team India. (Photo Source: Twitter/BCCI)

সামনে বিশ্বকাপ। তার আগে ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে কোনওরকম খামকি রাখতে নারাজ  ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী অক্টোবর মসে ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। তার আদগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচে নামার কথা রয়েছে ভারতীয় দল। গত শুক্রবারই বোর্ডের বৈঠক ছিল। সেখানেই ভারতীয় দলের আসন্ন সিরিজ নিয়েও আলোচনা হয়েছে। এশিয়া কাপের পরই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারতীয় দল। পরের বছরই আবার রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার জনব্যও প্রস্তুতি অ্স্ট্রেলিয়ার বিরুদ্ধেই শুরু করবে টিম ইন্ডিয়া।

এই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটে আটটি  ম্যাচ খেলবে ভারতীয় দল। বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি ওডিআই ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এরপরকই তাদের সামনে রয়েছে বিশ্বকাপ। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এবার যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় শিবির। প্রস্তুতিতে যাতে কোনওরকম খামতি না থাকে, সেই দিকেই নজর রাখছে বিসিসিআই। আগামী সেপ্টেম্বরেই একে অপরের মুখোমুখি হবে দুই দল।

বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে ভারত

একইসঙ্গে বিশ্বকাপ শেষ হওয়ার পরই ফের একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। তবে সেটা ওডিআই সিরিজ নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই নামবে টিম ইন্ডিয়। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। ভারতীয় বোর্ড সচিব জয় সাহ নিজেই এই কথা জানিয়েছেন। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সফরে নেমেছে ভারতীয় দল। সেখানে টেস্ট, ওডি্আই ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় শিবির। এরপরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় শিবির।

আগামী  অগস্ট মাসে  আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপরই ভারতের সামনে রয়েছে এশিয়া কাপ এবং তারপরই রয়েছে বিশ্বকাপের আসর। সব মিলিয়ে ভারতীয় দলের এবার ঠাসা কর্মসূচী। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৮ অক্টোবর যাত্রা  শুরু করবে্ টিম ইন্ডিয়া।

এবারের বিশ্বকাপেই পাকিস্তানের বিরুদ্ধে ১৫ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এখন থেকেই সেই ম্যাচ ঘিরে উত্তাপের পারদ চড়তে শুরু করেছে। এবছরের তো বটেই, আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যও ভারতীয় দলের প্রস্তুতির মঞ্চ তৈরি করতে শুরু করেছে বিসিসিআই।

The post চলতি বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটে ৮টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador