England Team. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)
প্রথম দুবারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল ভারত। যদিও শেষরক্ষা করতে পারেনি তারা। এই মরসুমে সেই স্বপ্ন ভারতীয় দলের পূরণ হয় কিনা তা তো সময়ই বলবে। তবে সেই াস্তায় এগনোর পথে যে ভারতীয় দের কাজটা অবেকটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই নতুন বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নামবে ভারত। আগামী ২৫ জানুয়ারী থেকে শুরু হবে সেই টেস্ট সিরিজ। এক মাস আগেই সেই সিরিজের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড।
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড শিবিরে এবার তিনজন নতুন ক্রিকেটার। অবাছাই তিন ক্রিকেটারদের খেলিয়েই এবার চমক লাগিয়ে দিতে চয় ইংল্যান্ড। যদিও ভারতের ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় যে খুব একটা সহজ হবে না তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ভারতের মাটিতে খেলাটাও ইংল্যান্ডের কাছে বিরাট একটা চ্যালেঞ্জ। এখানকার পিচ সম্হবন্ধে ভালভাবেই অবগত রয়েছেন ব্রিটিশ ক্রিকেটার। সেই কারণেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সাফল্য পেতে এবার ইংল্যান্ড স্কোয়াডে তিনজন বিশেষ স্পিনার।
ভারতের বিরুদ্ধে ১৬ সদস্যের টেস্ট সিকোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। সেখানেই জ্যাক লিচের সঙ্গে তিনজন আরও স্পিনার দলে নিয়েছে ব্রিটিশ বাহিনী। সেখানেই টম হার্চলে, শোয়েহব বাসিরদের মতো তরুণ স্পিনারদের ইংল্যান্ড শিবিরে রাখা হয়েছে। ভারতের পিচে স্পিনের সুবিধা তুলতেই যে এউ বিশেষ পরিকল্পনা তা বলার অপেক্ষা রাখে না। বেন স্টোকসের ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছে ব্রিটিশ বাহিনী। একের পর এক সিরিজ জিতেই চলেছে তারা। ভারতের মাটিতেও সেই ধারা যে ব্রিটিশ বাহিনী ধরে রাখতে চাইবে তা বলাই বাহুল্য।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড
বেন স্টোকস
রেহান আহমেদ
জেমস অ্যান্ডারসন
গাস অ্যাটকিনসন
জনি বেয়ারস্টো
শোয়েব বাসির
হ্যারি ব্রুক
জ্যাক ক্রলি
বেন ডাকেট
বেন ফোকস
টম হার্টলে
জ্যাক লিচ
অলি পোপ
অলি রবিনসন
জো রুট
মার্ক উড
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচী
প্রথম টেস্টঃ ২৫-২৯ জানুয়ারী, হায়দরাবাদ
দ্বিতীয় টেস্টঃ ২-৬ ফেব্রুয়ারী, ভাইজাগ
তৃতীয় টেস্টঃ ১৫-১৯ ফেব্রুয়ারী, রাজকোট
চুতুর্থ টেস্টঃ ২৩-২৭ ফেব্রুয়ারী, রাঁচি
পঞ্চম টেস্টঃ ৭-১১ মার্চ, ধরমশালা
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। েই সিরিজ জিততে পারলে যে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে অনেকটাই এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এশিয়ার মাটিতে পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। ভারতেও সেই ধারা তারা বজায় রাখতে পারে কিনা সেটাই দেখার।
The post চার স্পিনার রেখে ভারতের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের appeared first on CricTracker Bengali.










