Travis Head. (Photo by Quinn Rooney/Getty Images)
আগামী ২২ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে নামছে অস্ট্রেলিয়া। এরপরই বিশ্বকাপের মঞ্চে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু সেই প্রতিযোগিতায় নামার আগেই আগেই বড়সড় ধাক্কা অজি শিবিরে। ওডিআই বিশ্বকাপের প্রথম পর্ব থেকে ছিটকে গেলেন ট্রেভিস হেড। এই মুহর্তে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে অন্যতম প্রধান ভরসা তিনি। সেই ট্রেভিস হেড ছিটকে যাওয়াটা যে অস্ট্রেলিয়া শিবিরের চিন্তাটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এদিন অস্ট্রেলিয়ার কোচই হেডের ছিটকে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন।
ভারতের বিরুদ্ধে সিরিজে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে নেমেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজের চতুর্থ ম্যাচেই আঙুলে বড়সড় চোট পেয়েছিলেন ট্রেভিস হেড। চিন্তাটা যে সেই সময় থেকেই শুর হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই খানিকটা চিন্তা বাড়তে শুরু করেছে অস্ট্রেলিয়া দলের অন্দরে। হাতের আঙুলে ফ্র্যাকচার এসেছে এই তারকা ক্রিকেটারের। আর সেটাই বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে যে তাঁকে খেলতে দেবে না তা অস্ট্রেলিয়ার কোচের কথাতেই স্পষ্ট।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতু্র্থ ম্যাচে চোট পেয়েছিলেন ট্রেভিস হেড
চলতি মরসুমে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু হেড খেলতে না পারলে সেই জায়গায় কাকে দিয়ে অস্ট্রেলিয়া শিবির ওপেন করাবে সেটা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। ট্রেভিস হেডের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার পরিবর্তে শেষ ম্যাচে মিচেল মার্শকে দিয়ে ওপেনিং করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মিচেল মার্শের পাশাাপাশি আরেক তারকা ক্রিকেটারকেও অস্ট্রেলিয়া শিবির তৈরি রাখছে। শোনাযাচ্ছে ব্যাকআপ ওপেনার হিসাবে অস্ট্রেলিয়ার হয়ে দেখা যেতে পারে ক্যামেরণ গ্রীণকেও।
এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার কোচ জানিয়েছেন, “কত সময়ের মধ্যে তিনি সেরে উঠতে পারবেন তা এখনই বলা সম্ভব নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রেভিস হেডের কোনওরকম অস্ত্রপচাররের প্রয়োজন নেই। স্ক্যানে দেখা গিয়েছে যে তাঁর আঙুলের জয়েন্টে চিড় ধরেছে। সেখানে আমাদের সামনে একটা সময় রয়েছে। সেই কারণেই আমরা প্রত্যাশিত হয়ে রয়েছি। বিশ্বকা প্রথম পর্বে বা হলেও বাকি পর্বে যাতে খেলানো যেতে পারে তাঁকে”।
২০১৫ সালে শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেবার অবশ্য ঘরের মাঠে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও বিশ্ব জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে রয়েছে অজি বাহিনী। সেখানেই তারা শেষ হাসি হাসতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
The post চোটের জন্য বিশ্বকাপের প্রথম পর্বে নেই অস্ট্রেলিয়ান ওপেনার ট্রেভিস হেড appeared first on CricTracker Bengali.