চোট আঘাতে জেরবার বাংলাদেশ, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত

সেপ্টে. 5, 2023

Spread the love

Najmul Hossain Shanto. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। একের পর এক চোট আঘাতের ধাক্কায়কার্ত জেকরবার বাংংলাদেশ শিবির।  সুপার ফোরের মঞ্চে নামার আগেই বাংলাদেশ শিবির থেকে ছিটকে গিলেন তাদের অন্যতম তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। চোটের কারণেই এবারের মতো এসিয়া কাপের যাত্রা শেষ এই তারকা ক্রিকেটারের। গত সোমবারই বাংলাাদেশ শিবিরে যোগ দিয়েছেন লিটন দাস। তার ২৪ঘন্টার মধ্যেই চোট পেয়ে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত।

এবারের এশিয়া কাপের বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সেই নাজমুল হোসেন শান্তই ছিটকে গেলেন এবারের এশিয়া কাপ থেকে। আর সেটা যে বাংলাদেশ শিবিরের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলাই বাহুল্য। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে একমাত্র অর্ধশতরানের ইনিংস ছিল নাজমুল হোসেন শান্তর। ৮৪ রানের ইনিস খেলেছিলেন তিনি।তাঁর জন্যই সেই ম্যাচে দেড়শো রানের গন্ডী টপকাতে পেরেছিল বাংলাদেশ।  দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিলেন নাজমুল হোসেন শান্ত।

আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত

শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেছিল বাংলাদেশ। সেই ম্যাচেও মেহীদী হাসান মিরাদজের সঙ্গে সেঞ্চুরী ইনিংস খেলেথছিলেন নাজমুল হোসেন শান্ত।  সেই পারফরম্যান্স যে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলাই বাহুল্য। এবার সেই নাজমুল হোসেন শান্তই চোট পেয়ে ছিটকে গিয়েছেন তিনি। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে এশিয়া কাপের মাঝপথ থেকেই ছিটরে যেতে হল বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে। তাঁর জায়গাতেি যে লিটন দাস দলে ফিরবেন তা কার্যত স্পষ্ট।

বাংলাদেশ শিবিরের তরফে জানানো হয়েছে, “ব্যাটিংয়ের  সময় তাঁর হ্যামস্ট্রিংয়েসমস্যা দেখা দিয়েছিল এবংতিনি মাঠে নামেননি। তাঁর এমআরআই ও স্ক্যান করানো হয়েছিল। সেখানেই তাঁর পেশীতে চোট ধরা পড়েছে”।

নাজমুল হোসেন শান্তর না থাকাটা যে বাংলাদেশ শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে এশিয়া কাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিকও নাজমুল হসেন শান্ত।  প্রথম ম্যাচে অর্ধশতরানের ইনিংস এবং পরের ম্যাচেই সে়্ঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত হ্যামস্ট্রিং চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গেলেন এই তারকা ক্রিকেটার।যদিও দলে যোগ দিয়েছেন লিটন দাস। তবে লিটন দাসএও অসুস্থতা সারিয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

The post চোট আঘাতে জেরবার বাংলাদেশ, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador