চোট পাওয়া মহম্মদ শামির জায়গায় অন্য পেশারকে দলে নিল ভারত

ডিসে. 29, 2023

Spread the love

Mohammed Shami. (Photo Source: Twitter)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরই ভারতীয় দলে বড় বদল ঘটল। চোট পাওয়া মহম্মদ শামির জায়গায় অন্য পেশারকে দলে নিল ভারত। সেঞ্চুরিয়ানের তিন দিনের মধ্যে ইনিংস শেষ হয়ে যাওয়া ও লজ্জাজনক পরাজয়ের ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডে ইতিমধ্যে যোগ করা হলো ফাস্ট বোলার আবেশ খানের নাম। কেপটাউনে আগামী ৩রা জানুয়ারী দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে।

গোড়ালি ইনজুরির কারণে টেস্ট সিরিজের প্রথম থেকেই অনুপস্থিত ছিলেন মহম্মদ সামি। সেই জায়গায় এবার দলে স্থান করে নিলেন আবেশ। আবে সিতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। এই মাসের শুরুতে তিনটি ওডিআই খেলার পর ভারতের এ দলের প্রতিনিধিত্ব করতে ফিরে আসছেন। তিনি বর্তমানে বেনোনিতে রয়েছেন। সেখানে তৃতীয় দিনে তিনি ৫উইকেট নিতে সক্ষম হয়েছেন।

এই খেলার আগে পর্যন্ত আবেশ খান, ইতিমধ্যেই ৩৮টি প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন ও তাঁর ঝুলিতে রয়েছে ১৪৯টি উইকেট। তাঁর অ্যাভারেজ এইমুহূর্তে ২২.৬৫। এর আগেও তিনি ৭বার ৫উইকেট শিকারীর সন্মান কুড়িয়েছেন। শেষ রঞ্জি মরসুমে তিনি মধ্যপ্রদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারীর সন্মান পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামিকে প্রথম থেকেই টেস্ট দলে রাখা হয়েছিল। তবে তিনি এই সিরিজের আগে সুস্থ হয়ে উঠতে পারেননি। ফিজিও তাঁর গোড়ালির চোট পরীক্ষা করে বলেছেন, তাঁর এখনো বিশ্রাম প্রয়োজন। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টেও তিনি অনুপস্থিত। প্রথম টেস্টে ভারতের হয়ে প্রথম একাদশে চারজন পেশার ছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্পিনাররা বিশেষ কার্যকর হচ্ছেন না, তাই টিম ম্যানেজমেন্টের এহেন সিদ্ধান্ত। গত ম্যাচে সিরাজ আর বুমরাহর বোলিং পারফরমেন্স ভালো হলেও লাল বলে বিশেষ দাগ কাটতে পারেননি শার্দুল। সদ্য অভিষেক হওয়া প্রসিদ্ধ কৃষ্ণাও এই ম্যাচে ব্যর্থ। তাই দ্বিতীয় টেস্টে পাঁচজনের সঙ্গে দলে থাকবেন আবেশও। বাংলার পেসার মুকেশ কুমারও উপস্থিত রয়েছেন। ছয়জন পেসারের থেকে ভারতীয় হেডকোচ হয়ত চারজনকে দলে জায়গা দেবেন। সঙ্গে থাকবেন রবীনচন্দ্র অশ্বিন অথবা রবীন্দ্র জাদেজা। এছাড়াও দলের বাইরে রয়েছেন অভিমুন্য ঈশ্বরণ ও শিখর ভরত। যদিও প্রথম একাদশে বিশেষ কোনও পরিবর্তন হয় তো দেখা যাবে না ভারতীয় ক্রিকেটের দোনাচার্য রাহুল দ্রাবিড়ের তরফে। আপাতত দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে জয়ে ফিরতে ও টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে মরিয়া ভারত। 

The post চোট পাওয়া মহম্মদ শামির জায়গায় অন্য পেশারকে দলে নিল ভারত appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador