Hardik Pandya. (Photo Source: BCCI/Twitter)
১৯শে অক্টোবর, বৃহস্পতিবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ১৭ তম ম্যাচে ভারত এবং বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। তারা যথাক্রমে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানকে হারিয়েছে। অন্যদিকে, বাংলাদেশ একটি ম্যাচে জয় পেয়েছে এবং দুটি ম্যাচে হারের মুখোমুখি হয়েছে। তারা আফগানিস্তানের বিরুদ্ধে জিততে সক্ষম হয়েছিল এবং ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরেছিল।
এই ম্যাচে বাংলাদেশ টসে জিতেছে এবং প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। হার্দিক পান্ডিয়া নবম ওভারে বোলিং করতে আসেন। এই ওভারের তৃতীয় বলে লিটন দাস একটি দারুণ স্ট্রেট ড্রাইভ খেলেন এবং হার্দিক পা দিয়ে বলটিকে আটকাতে যান। এই অভিজ্ঞ অলরাউন্ডার বলটি আটকাতে ব্যর্থ হন এবং তার বাম পা মচকে যায়। শেষমেশ এই ওভারটি তিনি আর সম্পূর্ণ করতে পারেননি। চোটের কারণে ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার মাঠ ছাড়তে বাধ্য হন।
সেই ওভারের তিনটি বল বাকি ছিল। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ওভারটি সম্পূর্ণ করানোর জন্য বিরাট কোহলির হাতে বল তুলে দেন। তিনি ৩ বলে মাত্র ২ রান দেন। তার প্ৰথম বলটি লিটন দাস ডিফেন্স করেন। এরপরের বলটি তিনি লং-অনের দিকে ড্রাইভ করে দেন এবং এক রান নেন। এই ওভারের শেষ বলটি তানজিদ হাসান কভারের দিকে খেলে দেন এবং এক রান নিতে সক্ষম হন।
ভারতের বিরুদ্ধে শুরুটা বেশ ভালোভাবেই করেছে বাংলাদেশ
তানজিদ হাসান এবং লিটন দাস মিলে প্ৰথম উইকেটে ৯৩ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। তারা শুরুটা ধীরগতিতে করেন, কিন্তু তারপর তারা ভারতের বোলারদের উপর পাল্টা আক্রমণ করতে সক্ষম হন। তানজিদ ৪৩ বলে ৫১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ৩টি ছয় মারেন। এই প্রতিভাবান ওপেনিং ব্যাটার কুলদীপ যাদবের বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
নাজমুল হোসেন শান্ত ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ১৭ বলে মাত্র ৮ রান করতে সক্ষম হন। তিনি রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু হন। মেহেদী হাসান মিরাজ ১৩ বলে মাত্র ৩ রান করে আউট হন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন লিটন দাস এবং তৌহিদ হৃদয়। লিটন তার অর্ধশতরান সম্পূর্ণ করে ফেলেছেন। শেষমেশ এই ম্যাচে বাংলাদেশ কত রান করে সেটাই এখন দেখার বিষয়।
The post চোট পেয়ে নিজের ওভার শেষ না করেই মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়া appeared first on CricTracker Bengali.










