Hardik Pandya. (Photo Source: BCCI/Twitter)
সবকিছু ঠিকঠাক চললে শ্রীলঙ্কার ম্যাচের আগেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি খেলবেন কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। আগামী ২ নভেম্বর মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারতীয় দল। তার আগে হার্দিক পান্ডিয়ার দলের সঙ্গে যোগ দেওয়ার খবর যে ভারতীয় শিবিরে স্বস্তির আবহ তৈরি করছে তা বলার অপেক্ষা রাখে না। তবে হার্দিক পান্ডিয়াকে দেশের জার্সিতে মাঠে দেখা যাবে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।
এবারের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই গোড়ালীতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই ম্যাচে বোলিং করার সময়ই গোড়ালীতে চোট পেয়েছিলেন তিনি। এরপরই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। হাসপাতালে তত্ক্ষনাত্ তাঁকে স্ক্যান করাতে নিয়ে গেলে অবশ্য বড়সড় চোট অবশ্য ধরা পড়েনি সেখানে। কিন্তু সেই চোটটাই হার্দিক পান্ডিয়াকে বিশ্বকাপের এই কয়েকটি ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল।
বাংলাদেশের বিরুদ্ধে গোড়ালীতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া
বড়সড় চোট না হলেও, তাঁকে বিশ্রামে থাকারই পরামর্শ দিয়েছিলেন ভাতীয় দলের চিকিত্সকরা। সেই গোড়ালীর চোটের জন্যই নিউ জিল্যান্ড থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামতে পারেননি তিনি। সেই সময় শোনাগিয়েছিল যে শ্রীলঙ্কার বিরুদ্ধেও নাকি খেলতে পারবেন না তিনি। তবে এই মুহূর্তে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বেশ স্বস্তির খবরই শোনাযাচ্ছে ভারতীয় দলের অন্দরমহলে। শোনাযাচ্ছে চোট সারিয়ে নাকি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই মুম্বইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন এই তারকা ক্রিকেটার।
যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি খেলবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। এই মুহূর্তে বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তবে গোড়ালীর চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া। মঙ্গলবার ইতিমধ্যেই মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। শোনাযাচ্ছে সেখানেই তাদের সঙ্গে ভারতীয় শিবিরে যোগ দিতে চলেছেন হার্দিক পান্ডিয়া।
হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযেোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। ইতিমধ্যেই অবশ্য সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। শোনাযাচ্ছে হার্দিক পান্ডিয়াকে নাকি সেমিফাইনালেও খেলানো হতে পারে।
The post চোট সারিয়ে সুস্থ হার্দিক পান্ডিয়া, মুম্বইয়েই ভারতীয় শিবিরে যোগ দিতে পারেন তিনি appeared first on CricTracker Bengali.










