ছয়ে ছয় করার লক্ষ্যে লখনউয়ে পৌঁছল রোহিত শর্মা অ্যান্ড কো

অক্টো. 26, 2023

Spread the love

Rohit Sharma & Virat Kohli. ( Image Source: twitter/BCCI )

পাঁচে পাঁচ হয়ে গিয়েছে। এবার লক্ষ্য ষষ্ঠ ম্যাচ জেতার। আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালে ভারতের জায়গা কার্যত নিশ্চিত হয়ে যাবে। এখনও পর্যন্ত একটিও ম্যাচে ভারত এবারের বিশ্বকাপে হারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখতে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া।  লখনউতে এবার প্রথমবার বিশব্কাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। সময় নষ্ট করতে একেবারেই নারাজ ভারতীয় দল। বৃহস্পতিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে নামার উদ্দেশে লখনউ পৌঁছল ভারতীয় দল।

বিশ্বকাপের মঞ্চে এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। এবারে দুরন্ত ফর্মে চিল ননউ জিল্যান্ড। কিন্তচু ধরমশালায় তাদেরকেও থামিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। সেই পারফরম্যান্স যে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই নিজেদের জয়ের ধারা বজায় রাখতে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। একইসঙ্গে ইংল্যান্ডও ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে।

ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মাদের

চোটের জন্য এই ম্যাচেও ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধেও ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন সূর্যকুমার যাদব। একইসহ্গে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েও চলথে নানান হিসাব নিকাশ। শোনাযাচ্ছে লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনকেও নাকি খেলানো হতে পারে। সেই নিয়েও একটা জল্পনা আরম্ভ হয়ে গিয়েছে। শেষপর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন মাঠে নামতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। ইংল্যান্ড বধের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবারই লখনউয়ে পৌঁছেছে ভারতীয় দল। সেখানেই রোহিত শর্মনা, বিরাট কোহলিদের রাজকীয় ভাবে স্বাগত জানাল লখনউ।

Hello Lucknow 👋#TeamIndia are here for their upcoming #CWC23 clash against England 👌👌#MenInBlue | #INDvENG pic.twitter.com/FNF9QNVUmy

— BCCI (@BCCI) October 25, 2023

এমন স্হাগতানুষ্ঠান দেখে সকলেই আপ্লুত।  শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে অপরাজিত তকমা ধরে রেখেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখতে চায় টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এই ম্যাচেও ভারতীয় দলে খুব একটা পরিবরক্তন হবে না বলেই মনে করছেন সকলে।

বিশ্বকাপের মঞ্চে এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা থেকে বিরাট কোহলিরা। শেষ ম্যাচেও বড় রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। রোহিত শর্মা, লোকেশ রাহুলের ব্যাটেও রয়েছে রানের ঝলক। সেই ধারা এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় শিবির।২৯ অক্টোবর এখন শুধুই তাদের মুখোমুখি হওয়ার পালা।

The post ছয়ে ছয় করার লক্ষ্যে লখনউয়ে পৌঁছল রোহিত শর্মা অ্যান্ড কো appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador