Tom Curran. ( Image Source: Twitter )
দীর্ঘ টানাপোড়েনের প টম কারানের শাস্তির মেনে নিল সিডনি সিক্সার্স। কয়েকদিন আগেই আম্পায়ারের সহ্গে খারাপ আচরণ করার জন্য চলচি বিগব্যাশ লিগে চার ম্যাচে টম কারানকে নি্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও সেই সিদ্ধান্ত প্রথমে মেনে নিতে চায়নি সিডনি সিক্সার্স। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা লড়াই করার হুঁশিয়ারি দদিয়েছিল। শেষপর্যন্ত কোড অব কনডাক্ট কমিশনারের সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাই জানানো হয়েছে সিডনি সিক্সার্স টিম ম্যানেজমেন্টের তরফে। অর্থাত্ চার ম্যাচ টম কারানকে ছাড়াই খেলতে হবে তাদেরকে।
এই প্রসঙ্গে সিডনি সিক্সার্সের প্রধান জানিয়ে র্্যাচেল হেইন্স জানিয়েছেন, কোড অব কনডাক্স কমিশনারের সিদ্ধান্ত এবং শাস্তি আমরা মেনে নিচ্ছি। যদিও আমাদের ক্লাবের একজডন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে টম কারানের পাশেই আমরা দাঁডা়চ্ছিলাম। কিন্তু কোনওমতেই একজন ম্যাচ অফিসিয়ালের সঙ্গে অভব্য আচরণ আমরা মেনে নিতে পারি না। এই পরিস্থিতিটা সত্যিই খুব দুঃখের।
এখানে দেখে নিন টম কারানের সেই ভিডিও
ঘটনার সূত্রপাত অবশ্য বেশ কয়েকদিন আগে। ১১ ডিসেম্বর ম্যাচ শুরুর আগে প্রস্তুতির জন্য মেন পিচেই রানআপ নিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে বাধা দেন ম্যাচের আম্পায়ার। এরপরই দুজনের মধ্যে বচসা হয়েছিল। অশোভনীয় আচরণের জন্যই এবার তার ওপর এতবড় শাস্তির খাঁড়া নেমে এসেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। প্রথমে লড়াই করার কথা সিডনি সিক্সার্স ঘোষণা করলেও শেষপর্যন্ত তাঁর এই শাস্তি মেনে নেওয়ার রাস্তাতেই হাঁটছে সিডনি সিক্সার্স।
https://twitter.com/CricCrazyJohns/status/1737803189917986859/video/1
এবারের বিগব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন এই তরুণ ব্রিটিশ পেসার। তাঁর বিগব্যাশ লিগে খেলার সেই পারফরম্যান্সই যে এই তরুণ পেসারের আইপিএলের জন্য রাস্তা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। আইপিএলের নিলাম হওয়ার পরই বিগব্যাশ লিগে নামার কথা ছিল তাঁর। সেখানেই সিডনি সিক্সার্সের হয়ে চারটি ম্যাচে নামতে পারবেন না এই তরুণ ক্রিকেটার। আর তাতেই যে ক্রিকেট মহলে বেশ হৈচৈ পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
শুধুমাত্র সিডনি সিক্সার্সই নয় এমন ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছেন টম কারানও। এই ঘটনার শুনানি না হওয়া পর্যন্ত মুখ না খোলারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শেষপর্যন্ত ক্লাব এবং টম কারান দুজনই এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং ক্ষমা চাওয়ার কথাও জানানো হয়েছে।
The post টম কারানের চার ম্যাচ নির্বাসনের শাস্তি মেনে নিচ্ছে সিডনি সিক্সার্স appeared first on CricTracker Bengali.