Rohit Sharma & Shubman Gill. ( Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images )
এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। লিগ পর্বের ৯টি ম্যাচের মধ্যে ৯টিতেই জিতেছে তারা। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই ম্যাচে নামার আগেই সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। এবারে ভারতীয় দলের জয়ের পিছনে অন্যতম প্রধান কারণ হল দলগত পারফরম্যান্স। সেই প্রসঙ্গেই অবশেষে মুখ খুলেছেন ভারতীয় দলের অধিনায়ক।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য টিম বন্ডিং সেশনের দিকেই সবচেয়ে বেশী নজর দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সেখানেই রোহিত শর্মার মুখ থেকে প্রকাশ্যে এসেছে টিম বন্ডিং সেশনের জন্য এক বড় ঘটনা। ধরমশালায় নাকি বিরতি থাকার সময় নিজেদের মধ্যে একটি ফ্যাশন শোয়ে অংশগ্রহন করেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আর সেই কথা শোনার পর থেকেই কার্যত উচ্ছ্বসিত সকলে। বিশেষ করে ফ্যাশন শোয়ের কথাই আপ্লুত করছে সকলকে।
ভারতীয় দলের হয়ে এবার দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মা
ধরমশালায় ম্যাচের পর বেয কয়েকটা দিন ভারতীয় দলের কাছে সম. ছিল। সেই সময়েই নিজেদের মধ্যে ফ্যান শোয় আয়োজন করেছিলেন তারা। যদিও সেই কথা বাইরের কেউ জানতেন না। টিম বন্ডিং সেশন এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক আরও দৃড় করার জন্যই যে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল তা বলতে কোনও দ্বিধা নেই রোহিত শর্মার।
সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, “এমনকী অনেকেই জানেনন না যে আমাদের মধ্যে একটা ফ্যাশন শো আয়োজন করা হয়েছিল। যদিও সেটা একান্তই আমাদের সকলের ব্যক্তিগত ছিল। সেটা সকলেই ব্যক্তিগতভাবেই নিজেদের মধ্যে রাখতে চেয়েছিল”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সকলের মুখে গতবারের বিশ্বকাপের সেই কথা ঘোরাফেরা করতে শুরু করেছে। রোহিত শর্মার কাছেও যে সেই প্রশ্ন আসবে তা ভালভাবেই জানতেন তিনি। যদিও রোহিত শর্মা গতবারের সেই ফলাফলের কথা নিয়ে একেবারেই ভাবতে নারাজ।
তিনি জানিয়েছেন, “কোনও না কোনও সময় একটা ভাবনা আসবেই যে অতীতে কী হয়েছিল। কিন্তু অতীতে যেটা হয়েছিল সেটা একেবারেই অতীত। আমরা আজ কী করব কিংবা আগামী দিনে কী করব সেটা নিয়েই বেশী ভাবি আমি। আমি মনে করিনা যে এটা নিয়ে ভাবনার কোনও মানে যে দশ বছর আগে কী হয়েছিল তা গত পাঁচবছর আগে কী হয়েছিল এবং শেষ বিশ্বকাপে কী হয়েছিল”।
The post টিম বন্ডিং সেশনে ফ্যাশন শো, সেমিফাইনালের আগেই সেই কথা প্রকাশ করলেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.