Prasid Krishna. (Photo Source: Seb Daly/Sportsfile via Getty Images)
চোট কাটিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণা। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এটাই বারতীয় দলের সামনে শেষটি্ টোয়েন্টি সিরিজ। তবে এই সিরিজের ফলাফলের থেকেও সকলের সবচেে বেশী নজর ছিল দুজন ক্রিকেটারের দিকে। চোট সারিয়ে ফেরা জসপ্রীত বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণার। সেখানেই নিজের পারফরম্যান্স দেখিয়ে সকলের নজর কেড়েছেন তিনি।
আয়ারল্যান্ডের বিরুদ্ধেই টি টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সিতে অভিষেক হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণা। আইপিএলের মঞ্চে ভাল পারফরম্যান্সই দেখা গিয়েচিল তাঁর ব্যাট থেকে। সেই পারফরম্যান্সই এবার দেখা গেল ভারতীয় দলের জার্সিতেও। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখালেন প্রসিদ্ধ কৃষ্ণা। কার্যত তাঁর এবং জসপ্রীত বুমরার দাপটের সামনেই শেষ হয়ে গিয়েছিল আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তাদের দাপুটে বোলিংয়ের সামনে মাতা তুলে দাঁড়াতেই পারেননি আয়ারল্যান্ডের ব্যাটাররা। প্রসিদ্ধ কৃষ্ণার সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন সকলে।
প্রথম ম্যাচে ৩২ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা
আয়ারল্যান্ডের বিরুদ্ধেই অধিনায়ক হিসাবে রেকর্ড গড়েছেন জসপ্রীত বুমরাহ। সেখানেই দেশের জার্সিতে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণার। আর সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না তা কার্যত বুঝিয়ে দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গদ দিয়েছিলেন আরেক তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ। আর তাতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের রাস্তাটা কার্যত প্রশস্ত হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। প্রসিদ্ধ কৃষ্ণার পারফরম্যান্স দেখার পর তাঁরই প্রশংসায় সকলে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন জসপ্রীত বুমরাহ। টস জিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শুরু থেকেই আইরিশ ব্যাটারদের বিরুদ্ধেদাপুটে ফর্মে চিলেন প্রসিদ্ধ কৃষ্মা এবং জসপ্রীত বুমরাহ। আয়ারল্যান্ডের তারকা দুই ব্যাটার হ্যারি টেকটর এবং জর্জ ডকরেলদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন অএই তরুণ ক্রিকেটার। আর তাতেই আইরিশ ব্রিগেডের বড় রানের রাস্তাটা কার্যত শেষ হয়ে গিয়েছিল। আয়ারল্যান্ডকে ১৩৯ রানেই থামিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের বোলাররা।
যদিও বৃষ্টি বিঘ্নিত ম্যাচ সম্পূর্ণ খেলা সম্ভব হয়নি। সেখানেই ডাক ওয়ার্থ লুইস নিয়মে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে নিয়েছেটিম ইন্ডিয়া। দেশের জার্সিতে বাকি ম্যাচ গুলোতেও প্রসিদ্ধ কৃষ্ণা এই পারফরম্যান্স ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।
The post টি টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই জোড়া উইকেট নিয়ে নজর কাড়লেন প্রসিদ্ধ কৃষ্ণা appeared first on CricTracker Bengali.