Hardik Pandya. (Photo Source: Instagram)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিসিরিজে ভারতীয়দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন হার্দিক পান্ডিয়া। সেখানে শুরুটা একেবারে ভালভাবেই করতে পারেনি ভারতীয় দল। ২০১৬ সালের পর এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দুটো টি টোয়েন্টিতে হেরে গিয়েছে ভারতীয় দল। এই মুহূর্তে সিরিজে টিকে তাকাটাই ভারতীয় দলের কাছেো সবচেয়ে বড় চ্যালেঞ্জের। তৃতীয় টেস্টে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। এই সি্রিজেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নেমেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সিরিজ শেষ হলেই বোঝা যাবে। দ্বিতীয় টি টোয়েন্টি চলাকালীনই নতুন এক রেকর্ড গড়ে ফেলেছেন হার্দিক পান্ডিয়া।
ভারতীয় বোলার হিসাবে টি টোয়েন্টির মঞ্চে জসপ্রীত বুমরাহ এবং রবিতন্দ্রন অশ্বিনদের মতো তারকাদের পিছনে ফেলে দিয়েছেন তিনি। দ্বিতীয় টি টোয়েন্টিতে একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গেই এই মুহূর্তে ভারতীয় বোলার হিসাবে টি টোয়েন্টির মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক হার্দিক পান্ডিয়া। টপকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিনদের মতো তারকা বোলারদের। এই মুহূর্তে তাঁর সামনে রয়েছেন শুধুমাত্র যুজবেন্দ্র চাহাল।
৪ ওভারে ৩৫ রান দিয়ে একাই ৩ উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া
দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতীয় দল জিততে না পারলেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তাারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। দ্বিতীয় টি টোয়েন্টিতে যখন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার নেমেছিলেন সেইসময় হার্দিক পান্ডিয়ার জসপ্রীত বুমরাহর সঙ্গে এক জায়গাতেি ছি্লেন। তাঁকে টপকানোর জন্য অপেক্ষা ছিল মাত্র একটি উইকেট। সেখানে প্রথম উইকেট নেওয়ার পরই জসপ্রীত বুমরার রেকর্ড ভেঙে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। যদিও সেই রেকর্ড ভেঙেই সেদিন থেমে যাননি।
এদিন ওয়েস্িট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় বোলারদে্র মধ্যে জসপ্রীত বুমরার বোলিং পারফরম্যান্স ছিল সেরা। সেখানে চার ওবারে ৩৫ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গেই হার্দিকের মুুকুটে উঠেছে নয়া পালক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন েই তারকা ক্রিকেটার। শুরুতেই ব্রেন্ডন কিংকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এরকপরই নিজের দ্বিতীয় ওভারে্ জনসন চার্লসকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
এরপর ম্যাচের ১০ তম ওবারে োয়েস্ট ইন্ডিজের আরেক তারকা ক্রিকেটার রভম্যান পাওয়েলের উইকেট তুলে নিয়েছিলেন হাার্দিক পান্ডিয়া। সেইসঙ্গেই টি টোয়েন্টি ফর্ম্যাটে ৭৩ উইকেট নিয়ে জসপ্রীত বুমরাহ ও রবিচব্দ্রন অশ্বিনকে পিছনে ফেলে দিয়েছেন হাার্দিক পান্ডিয়া। এই মুহূর্তে ৯৩ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন যুজবেন্দ্র চাহাল।
The post টি টোয়েন্টি ফর্ম্যাটে জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনকে টপকে গেলেন হার্দিক পান্ডিয়া appeared first on CricTracker Bengali.