টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত শামি, রিহ্যাবে মজে রাহুল

মার্চ 12, 2024

Spread the love

Mohammed Shami. (Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images)

গোড়ালির চোটের কারণে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের পর বাইশ গজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। বিশ্বকাপের পরবর্তী সময় খুব একটা খেলতে দেখা যায়নি তাকে। শোনা যাচ্ছে এই মরসুমের আইপিএলেও তিনি মাঠে নামবেন না। তার গোড়ালির অবস্থা এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচার করতে হয়েছে। কিছুদিন আগে সেই ছবি নিজের সমাজ মাধ্যমে শেয়ারও করেন এই সুইং সুলতান। এও শোনা গেছিল যে তিনি গোটা বিশ্বকাপ চলাকালীন ইনজেকশন নিয়ে খেলতে নেমেছেন। এখানে অবস্থায় ভারতীয় বোর্ড সচিব জয় শাহ বললেন যে, শামির মাঠে ফিরতে ফিরতে সেপ্টেম্বর হয়ে যাবে। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে দলে পাবে না ভারতীয় শিবির। আগামী জুন মাসে আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজ সম্মিলিতভাবে আয়োজন করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘ দেড় মাস ধরে চলা এই টুর্নামেন্টে হয়তো অংশগ্রহণই করতে পারবেন না বাংলার এই বোলার।

ধর্মশালায় সোমবার বোর্ড সচিব একটি বিবৃতি দিয়ে বলেন, ‘শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। সফল ভাবেই বিষয়টি সম্পূর্ণ হয়েছে। ও ভারতে ফিরেও এসেছে। সবকিছু ঠিকঠাক চললে সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দলে ফিরতে পারেন মহম্মদ সামি। অন্যদিকে কে এল রাহুলের আবার একটা ইনজেকশনের প্রয়োজন ছিল। জাতীয় ক্রিকেট একাডেমিতে রাহুলের এখনো রিহ্যাব চলছে।’

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে প্রথম থেকেই অনুপস্থিত ছিলেন মহম্মদ সামি। রাহুলকেও প্রথম টেস্টের পরে আর দলে পাওয়া যায়নি। তবে যা খবর, তাদের লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলবেন কে এল রাহুল। শোনা যাচ্ছে শামির মতোই ইংল্যান্ডে চিকিৎসা করে দেশে ফিরেছেন রাহুল। এখন দেশের মাটিতে রিহ্যাব সারছেন। শোনা যাচ্ছে আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলিতে তাকে মাঠে দেখতে পাওয়ার আশা খুব একটা নেই বললেই চলে। তবে মরশুমের মাঝামাঝি সময় থেকে তিনি নিয়মিত মাঠে থাকবেন।

বোর্ড সচিব এইদিন আরেকটি বিষয় স্পষ্ট করেন। তিনি জানিয়েছেন এই মুহূর্তে আইপিএলে বিদেশী বিনিয়োগ সম্ভব নয়। এর আগে কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সৌদি আরব আইপিএলে বিশাল অংকের অর্থ লগ্নি করতে চলেছে। কিন্তু ভারতীয় বোর্ড সেই অর্থে কোন কোম্পানি না হওয়ার কারণে, এই মুহূর্তে সেই বিনিয়োগ সম্ভব হচ্ছে না। যদিও পরবর্তীতে এই বিষয়ে কিছুটা আশার মুখ দেখতে পারে বিসিসিআই এমনটাও আভাস পাওয়া গেল বোর্ড সচিবের গলায়। 

The post টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত শামি, রিহ্যাবে মজে রাহুল appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador