Ravi Ashwin(Pic source: Randy Brooks/AFP)
২০১৩ সালে শেষবার আইসিসির ট্রফি জিততে পেরেছিল ভারকতীয়দল। মাঝে কেটে গিয়েছে ১০ বছর, কিন্তু ভারতের ট্রফি ক্যাবিনেট অএখনও পর্যন্ত ফাঁকা। আইসিসিট্রফির কাছাকাছি গেলেও সেকান থেকেই খালি হাতেই ফিরতে হয়েছেটিম ইন্ডিয়াকে। সম্প্রতিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেখানেও অস্ট্রেলিয়ার কাছে ব্য়র্থতা নিয়েই মাঠ চা়তে হয়েছিল রোহিত শর্মাদের। সেই ম্যাচেরই দল গদঠন নিয়েএবার প্রশ্ন তুললেন দীনেশ কার্তিক। ফাইনালের ম়্চে রবিচন্দ্রন অশ্বিনকে ভারতের দলে না রাখাটাই সবচেয়ে ভুল সিদ্ধান্তছিল বলে মনে করছেন তিনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে বিশ্রী হার হয়েছিল ভারতীয় দলের। সেখানেই দল গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন দীনেশ কারর্তিক। তাঁর মতে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে যেভাবে স্পিন আক্রমণকে কাজে লাগিয়েছিল, কিন্তু ভারতীয়দলের কাছে সেভাবে কোনও অস্ত্র সেই সময় ছিল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে খেলা হওয়ার ফলে চার পেসারেই নামার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। কিন্তু অজি ব্যাটিং লাইআপের বিরুদ্ধে তা যথেষ্ট ছিল না। সেখানেই যেঅস্বিনের অভাব ভালভাবে বোঝা গিয়েছে তা বলাার অপেক্ষা রাখে না।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেপ্রথম টেস্টে দুই ইনিংসে ১২ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন
সদ্য শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেভারতীয়দলের টেস্ট সিরিজ। সেখানে ভারকতীয়দলে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দুটো টেস্টেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেখানেই প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়েএকাই তুলে নিেয়েছিলেন ১২টি উইকেট। সেইসঙ্গে দ্বিতীয় টেস্টেও নিজের পারফরম্যান্স বজায়রেকেছিলেন এই তারকা ক্রিকেটার। প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে অর্ধশতরানের ঝলকও ছিল। সেই তারকা ক্রিকেটারকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো মঞ্চে ভারতীয় দলের প্রথম একাদশে না রাখাটা ভারতীয় দলের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল বলেই মনে করছেন দীনেশ কার্তিক।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ভারতীয় দলও সেখানে রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো মঞ্চে এমনটাই করেছিল ভারতীয় দল। আর মার মনে হয় সেটাই বোধহয়সবচেয়ে বেশী প্রভাব ফেলেছিল ম্যাচে, কারণ পিচ সেই সময় অনেকটাই শুষ্ক প্রকৃতির ছিল। এই একটাই ভুলের আফসোস আমার মনে হয় তারা কখনও ভুলবে না”।
রবিচন্দ্রন অশ্বিনেরপ ভারতীয়দলে না তাকা নিে.য়ে সকলেই প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে ভারত অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারার পর সেই সমালোচনার সুরটা আরও জোরালো হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই যে রবিচন্দ্রন অশ্বিন ভারতীয়টিম ম্যানেজমেন্টকে সেই জবাবটা দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
The post ডব্লুটিসি ফাইনালে অশ্বিনকে না খেলানোটাই ছিল সবচেয়ে বড় ভুল, মনে করছেন দীনেশ কার্তিক appeared first on CricTracker Bengali.