Dwayne Smith. (Photo Source: Disney+Hotstar)
লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) ২০২৩-এর প্ৰথম কোয়ালিফায়ারে মনিপাল টাইগার্স এবং আরবানরাইজার্স হায়দ্রাবাদ একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৩ রান তুলল আরবানরাইজার্স হায়দ্রাবাদ।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মনিপাল টাইগার্সের অধিনায়ক মহম্মদ কাইফ। ব্যাট করতে নেমে শুরুতেই নিজের উইকেট হারান মার্টিন গাপটিল। তিনি ২ বলে মাত্র ১ রান করেন। এরপর ডোয়েন স্মিথ এবং রিকি ক্লার্ক মিলে ৬৫ রানের একটি দারুণ পার্টনারশিপ করেন। ক্লার্ক ১৯ বলে ৩৪ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ১টি ছয় মারেন। সুরেশ রায়না ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি ৪ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। গুরকিরত সিং মান ২৬ বলে ৩৯ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ১টি ছয়। তার এবং ডোয়েন স্মিথের মধ্যে ১০৭ রানের একটি দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে ওঠে।
এই ম্যাচে আরবানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ রান করেন ডোয়েন স্মিথ। তিনি ৫৩ বলে ১২০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১৪টি চার এবং ৭টি ছয় মারতে সক্ষম হন। পিটার ট্রেগো ৩টি চার এবং ১টি ছয় সহ ৭ বলে ১৮ রান করেন। শেষে আসগর আফগান ৮ বলে অপরাজিত ২৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। স্টুয়ার্ট বিনি ৩ বলে ৪ রান করে অপরাজিত থাকেন।
মনিপাল টাইগার্সের বোলারদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল
পঙ্কজ সিং এবং থিসারা পেরেরা যথাক্রমে ৪ ওভারে ৪৭ রান এবং ৪ ওভারে ৫৩ রানের বিনিময়ে ২টি করে উইকেট শিকার করেন। পঙ্কজ সিং ডোয়েন স্মিথ এবং মার্টিন গাপটিলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। পেরেরা সুরেশ রায়না এবং গুরকিরত সিং মানের উইকেট নেন।
মিচেল ম্যাকক্লেনাগান এবং ইমরান খান যথাক্রমে ৪ ওভারে ৪১ রান এবং ৪ ওভারে ৫৮ রান দিয়ে ১টি করে উইকেট নেন। ম্যাকক্লেনাগান পিটার ট্রেগোকে আউট করেন। অন্যদিকে, ইমরান রিকি ক্লার্কের উইকেট নিতে সক্ষম হন। প্রবীণ গুপ্ত এবং কলিন ডি গ্র্যান্ডহোম একটিও উইকেট নিতে পারেননি। এই ম্যাচটিতে শেষমেশ কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post ডোয়েন স্মিথের ঝোড়ো শতরানের হাত ধরে মনিপাল টাইগার্সের সামনে ২৫৪ রানের লক্ষ্য রাখল আরবানরাইজার্স হায়দ্রাবাদ appeared first on CricTracker Bengali.