“তারা ওডিআইয়ের জন্য তাকে মোটেও বিবেচনা করছে না” – এশিয়ান গেমসের দলে আর্শদীপ সিংয়ের অন্তর্ভুক্তিতে বিস্মিত আকাশ চোপড়া

জুলাই 16, 2023

No tags for this post.
Spread the love

Arshdeep Singh. (Photo by Matt King-ICC/ICC via Getty Images)

আসন্ন এশিয়ান গেমসের জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ১৫ জনের দল ঘোষণা করেছে। এশিয়ান গেমস ২৩শে সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর পর্যন্ত চলবে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া এই দলে আর্শদীপ সিংয়ের নাম দেখে একেবারেই খুশি হননি। তার মতে নির্বাচকদের ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য তাকে বিবেচনা করা উচিত ছিল।

এশিয়ান গেমসের জন্য ভারতের স্কোয়াডে আর্শদীপ সিংয়ের নাম দেখে বিস্মিত হয়েছেন আকাশ চোপড়া। এশিয়ান গেমস ২০২২-এ টি-২০ ফরম্যাট অনুযায়ী ক্রিকেট খেলা হবে। ওডিআই বিশ্বকাপ ২০২৩ ৫ই অক্টোবর থেকে শুরু হবে। অর্থাৎ, এশিয়ান গেমস চলাকালীনই বিশ্বকাপ শুরু হয়ে যাবে।

নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আকাশ চোপড়া বলেন, “আর্শদীপ সিংয়ের নাম এই দলে দেখে আমি অবাক হয়েছি। আমি বিস্মিত কারণ তারা তাকে ওডিআইয়ের জন্য মোটেও বিবেচনা করছে না। আপনি তাকে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির জন্যও বিবেচনা করেননি।”

তিনি আরও বলেন, “এখন আপনি তাকে এশিয়া কাপের জন্য বিবেচনা করছেন না এবং ইতিমধ্যেই তাকে বিশ্বকাপের তালিকার বাইরে রেখেছেন। কি হয়েছে? আমি যখন আর্শদীপ সিংকে দেখি, তখন আমার মনে হয় যে তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তিনি দীর্ঘ সময়ের জন্য ভারতের হয়ে খেলতে পারেন এবং তিনি তিনটি ফরম্যাটের বোলার হয়ে উঠতে পারেন, সেটি না হলেও তিনি অন্তত উভয় সাদা বলের ফরম্যাটের জন্য দলের স্থায়ী সদস্য হতে পারেন। কিন্তু তারা তাকে বর্তমানে রাখেনি।”

“তাহলে উমরান মালিক কি সেই খেলোয়াড় যাকে নিয়ে ভারতীয় দল চিন্তা করছে?” – আকাশ চোপড়া

আকাশ চোপড়া বলেন, “হয়তো আপনি ভাবছেন বুমরাহ, শামি এবং সবাই সেখানে ফিট থাকবে। বুমরাহ, শামি, সিরাজ- চতুর্থ পেসার কে হবেন? এটা একটা ভাববার বিষয়। আর্শদীপ বা মুকেশ কুমার থাকতে পারতেন, কিন্তু তারা নেই। তাহলে উমরান মালিক কি সেই খেলোয়াড় যাকে নিয়ে ভারতীয় দল চিন্তা করছে কারণ আপনার একজন চতুর্থ পেসারের প্রয়োজন হবে?”

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি উমরান মালিক। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন তিনি। টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই সিরিজে উমরান খেলার সুযোগ পান কিনা সেটাই এখন দেখার বিষয়।

The post “তারা ওডিআইয়ের জন্য তাকে মোটেও বিবেচনা করছে না” – এশিয়ান গেমসের দলে আর্শদীপ সিংয়ের অন্তর্ভুক্তিতে বিস্মিত আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador