Indian Team. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)
২রা সেপ্টেম্বর, এশিয়া কাপের মঞ্চে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টেই এই দুটি দেশ একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলে। তাই বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তরা সবসময় ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে।
সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচটির ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তার মতে ভারতের মিডিল অর্ডারের চেয়ে পাকিস্তানের মিডিল অর্ডার বেশি ভারসাম্যপূর্ণ। তিনি বলেছেন যে কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার সময়মতো ফিট না হলে ইশান কিষানকে মিডিল অর্ডারে ব্যাট করতে হবে। তিনি মনে করছেন যে ইশানকে যদি মিডিল অর্ডার ব্যাটারের ভূমিকায় খেলতে হয় তাহলে তার পারফরম্যান্সের ক্ষেত্রে অনিশ্চয়তার সৃষ্টি হবে।
বাসিত আলি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “আমাদের টপ অর্ডারে বাবর, ফখর, ইমাম এবং রিজওয়ান আছে, মাঝখানে ইফতিখার এবং সালমান আলি এবং নিচের দিকে শাদাব খান এবং মহম্মদ নওয়াজ ব্যাট হাতে অবদান রাখতে পারেন। যদি তুলনা করা হয় তাহলে দেখা যাবে যে আমাদের মিডল অর্ডার ভারতের চেয়ে ভালো। যদি ইশান কিষান ৫ নম্বরে খেলেন, তাহলে কি হবে তা এখনই বলা যাচ্ছে না। সেখানে তিনি কেমন পারফর্ম করবেন সেই ব্যাপারে কারোর কোনও ধারণা নেই। ভারত ৩ নম্বরে তিলক ভার্মাকে খেলাতে পারে এবং কোহলিকে ৪ নম্বরে আনতে পারে।”
উল্লেখযোগ্যভাবে, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলকে মিডল অর্ডার নিয়ে অনেক ভুগতে হয়েছে। এশিয়া কাপ ২০২৩ এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ পন্থের খেলার সম্ভাবনা কম। অন্যদিকে, রাহুল এবং শ্রেয়াস বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিকভারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। ২১শে আগস্ট, সোমবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করার সময় নির্বাচকরা তাদের অন্তর্ভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
“ভারত ৪, ৫ এবং ৬ নম্বরে সমস্যার সম্মুখীন হবে” – বাসিত আলি
বাসিত আলি ভারতীয় দলের টপ অর্ডারের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে ভারতীয় দলের টপ অর্ডার ভালো পারফরম্যান্সের প্রদর্শন করলে যেকোনো দলের পক্ষেই ভারতকে হারানো কঠিন হয়ে যাবে।
বাসিত আলি বলেন, “ভারত ৪, ৫ এবং ৬ নম্বরে সমস্যার সম্মুখীন হবে। তাদের তিনজন টপ-ক্লাস ব্যাটার রোহিত, বিরাট এবং গিল শীর্ষে রয়েছে। ভারত তাদের সেরা তিনের উপর নির্ভর করবে। তারা পারফর্ম করলে ভারতকে এশিয়া কাপ এবং বিশ্বকাপে হারানো কঠিন হয়ে যাবে।”
The post “তারা সমস্যার সম্মুখীন হবে” – এশিয়া কাপের আগে ভারতের মিডল অর্ডারের ব্যাপারে নিজের মতামত জানালেন বাসিত আলি appeared first on CricTracker Bengali.