Tilak Varma. (Photo Source: Twitter)
ভারতের এশিয়া কাপের দলে চোট সারিয়ে ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা প্রত্যাবর্তন করেছেন। সেইসঙ্গেই এবারের এশিয়া কাপের দলে ভারতীয় শিবিরের একটা বড়সড় চমকও রয়েছে। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হওয়া তিলকবর্মা জায়গা করে নিয়েছেন ভারতের এশিয়া কাপের স্কোয়াডে। সেই সিদ্ধান্ত যে কার্যত সকলকে বেশ চমকে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দেলের নির্বাচকদের এই সিদ্ধান্তের প্রশংসাই শোনা গেল প্রাক্তন অজি ক্রিকেটার টম মুডির মুখে। তিলক বর্মাকে দলে রাখাটা সাহসী সিদ্ধান্ত বলেই মনে করছেন তিনি।
কয়েকদিন আগে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল তিলক বর্মার। সেখানে ভারতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচেই দারুন পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখার পর তেকেই তিলক বর্মাকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। আসন্ন এসিয়া কাপের মঞ্চে চার নম্বর পজিশনের জন্য তাঁকে খেলানোর বার্তাও দিচ্ছিলেন অনেকে। অবশেষে ভারতীয় দলের নির্বাচকরাও সেই রাস্তাতেই হেঁটেছেন। তিলক বর্মাকে এসিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে ১৭৩ রান করেছিলেন তিলক বর্মা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিলক বর্মা। ভারত সেই সিরিজ জিততে না পারলেও ভারতীয় দলের হয়ে সিরিজে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিলক বর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সেই টি টোয়েন্টি সিরিজে তিলক বর্মা করেছিলেন ১৭৩ রান। তাঁর এমন পারফরম্যান্স দেখার পর থেকেই তি্লক বর্মাকে ভারতের এশিয়া কাপের স্কোয়াডে রাখার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। ভারতের এশিয়া কাপের স্কোয়াডে তিলক বর্মাকে দেখে খুশি হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা টম মুডিও।
তিনি জানিয়েছেন, “আমার মনে হয়ে তাঁকে দলে রাখার সিদ্ধান্তটা অসাধারণ। এই সিদ্ধান্তকে অত্যন্ত সাহসী একটি সিদ্ধান্ত বলব আমি। একইসঙ্গে এই সিদ্ধান্তকে স্মার্টও বলতে চাইব আমি। এই মুহূর্তে তিলক বর্মা হলেন অএমন একজন ক্রিকেটার যিনি উদীয়মান”।
এবারের আইপিএলেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিলক বর্মা। সূর্যকুমার যাদবের সঙ্গে তাঁর পারফরম্যান্সও মুম্বই ইন্ডিয়ান্সেরপ সাফল্যের রাস্তায় এগিয়ে চলার অন্যতম প্রধান কারণ ছিল। এই নতুন ক্রিকেটারের পাশাপাশি, এসিয়া কাপের স্কোয়াডেই চোট সারিয়ে ফিরেছেন জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটাররা। আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে সকলে।
The post তিলক বর্মাকে এশিয়া কাপের দলে রাখার সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলছেন টম মুডি appeared first on CricTracker Bengali.