দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিং সত্ত্বেও কেএল রাহুলের শতরানের হাত ধরে প্ৰথম ইনিংসে ২৪৫ রান করল ভারত

ডিসে. 27, 2023

No tags for this post.
Spread the love

KL Rahul. (Photo Source: Twitter)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্ৰথম টেস্টের প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৬৭.৪ ওভারে ১০ উইকেটে ২৪৫ রান তুলতে সক্ষম হল ভারত। কাগিসো রাবাডার দুর্দান্ত বোলিং পারফরম্যান্স সত্ত্বেও কেএল রাহুলের দুরন্ত শতরানের হাত ধরে সম্মানজনক স্কোরে পৌঁছল ভারতীয় দল।

প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি ভারত। মাত্র ২৪ রানের মধ্যেই ৩টি উইকেট হারিয়ে ফেলেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। রোহিত মাত্র ৫ রান করে নিজের উইকেট হারান। আরেক ওপেনার যশস্বী জয়সওয়ালও ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ৩৭ বলে ১৭ রান করতে সক্ষম হন। শুভমন গিলও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ১২ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার মিলে ইনিংসের হাল ধরেন। কোহলি ৫টি চার সহ ৬৪ বলে ৩৮ রান করে আউট হন। অন্যদিকে, শ্রেয়স ৫০ বলে ৩১ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ১টি ছয়।

এই ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন কেএল রাহুল। তিনি ১৩৭ বলে ১০১ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১৪টি চার এবং ৪টি ছয় মারেন। রবিচন্দ্রন অশ্বিন স্কোরবোর্ডে মাত্র ৮ রান যোগ করতে সক্ষম হন। শার্দুল ঠাকুর ৩৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ যথাক্রমে ১৯ বলে ১ রান এবং ২২ বলে ৫ রান করেন।

কাগিসো রাবাডা এবং নান্দ্রে বার্গার অসাধারণ বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেন

এই ইনিংসে দক্ষিণ আফ্রিকার সবথেকে সফল বোলার ছিলেন কাগিসো রাবাডা। তিনি ২০ ওভারে মাত্র ৫৯ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। নান্দ্রে বার্গারও প্ৰথম ইনিংসে প্রভাব বিস্তার করতে সক্ষম হন। তিনি ১৫.৪ ওভারে ৫০ রান দেন এবং এর বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন।

মার্কো জ্যানসেন এবং জেরাল্ড কোয়েটজি যথাক্রমে ১৬ ওভারে ৫২ রান এবং ১৬ ওভারে ৭৪ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। কাগিসো রাবাডা রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুরকে আউট করতে সক্ষম হন। নান্দ্রে বার্গার যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং কেএল রাহুলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। মার্কো জ্যানসেন জসপ্রীত বুমরাহকে আউট করেন। অন্যদিকে, জেরাল্ড কোয়েটজি মহম্মদ সিরাজকে আউট করতে সক্ষম হন।

এই ম্যাচে ভারতের প্ৰথম ইনিংস নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

India put on a competitive total on board, courtesy of another KL Rahul special in Centurion 👏

📝 #SAvIND: https://t.co/REqMWoHhqd | #WTC25 pic.twitter.com/yJg743v9EW

— ICC (@ICC) December 27, 2023

🔄 CHANGE OF INNINGS

Nandre Burger wraps things up for the Proteas after Rahul notched a 💯 to steer India to 245.

Kagiso Rabada led the bowling attack with a 5️⃣er. Dean Elgar and Aiden Markram will open the batting for the Proteas🇿🇦#WozaNawe #BePartOfIt #SAvIND pic.twitter.com/XIybP5HrgH

— Proteas Men (@ProteasMenCSA) December 27, 2023

Innings Break!

A brilliant Test century by KL Rahul guides #TeamIndia to a total of 245 in the first innings of the 1st Test.

Scorecard – https://t.co/Zyd5kIcYso #SAvIND pic.twitter.com/SEfduApZs5

— BCCI (@BCCI) December 27, 2023

Gutsy knock in challenging conditions. The discipline and shot selection absolutely spot on 👌🏽Really liked how late he played and when he played his shots there were no half measures. Well played @klrahul 👏🏽 #SAvIND pic.twitter.com/9JXu1J2Bie

— Wasim Jaffer (@WasimJaffer14) December 27, 2023

SANKATMOCHAN @klrahul 💯 👏 pic.twitter.com/ApxymmCJav

— Irfan Pathan (@IrfanPathan) December 27, 2023

Klass as always 🫡 @klrahul

— Mayank Agarwal (@mayankcricket) December 27, 2023

KL Rahul has scored most hundreds in SENA by an Indian in WTC history.

– The man for SENA, KL. 🔥 pic.twitter.com/Vtjkcti8gA

— Johns. (@CricCrazyJohns) December 27, 2023

A six to bring up his finest Test century.

– KL Rahul has written history in Centurion!pic.twitter.com/MInHXHXyzJ

— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 27, 2023

💯🏟️ Centurion 🤝🏻 KL Rahul 🤝🏻 Boxing Day Test – he knows the drill well.

📷 Getty • #KLRahul #SAvIND #SAvsIND #TeamIndia #BharatArmy #COTI🇮🇳 pic.twitter.com/vkd45AKMG1

— The Bharat Army (@thebharatarmy) December 27, 2023

KL Rahul’s International Hundreds:

•Total – 17
•At Overseas – 13
•At Home – 4
•Maiden Test Hundred came in Away.
•Maiden ODI Hundred came in Away.
•Maiden T20I Hundred came in Away.

KL Rahul loves to perform in overseas – What a player! pic.twitter.com/qpLH5T885M

— CricketMAN2 (@ImTanujSingh) December 27, 2023

The post দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিং সত্ত্বেও কেএল রাহুলের শতরানের হাত ধরে প্ৰথম ইনিংসে ২৪৫ রান করল ভারত appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador