Sanju Samson. (Photo Source: Seb Daly/Sportsfile via Getty Images)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। আগামী ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নামবে ভারতীয় দল। দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন সঞ্জুু স্যামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের ওডিআই স্কোয়াডে রয়েছেন সঞ্জু স্যামসন। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁকে নিয়ে আশাবাদী প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়র্স। প্রাক্তন এই প্রোটিয়া তারকা ক্রিকেটারের মতে দক্ষিণ আফ্রিকার মটিতে সঞ্জু স্যামসন ভারতীয় দলের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন।
বেশ কয়েকদিন আগেই শেষ হয়েছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানে অবশ্য ভারতীয় দলের সদস্য ছিলেন না সঞ্জু স্যামসন। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও জায়গা করতে পারেননি তিনি। তা নিয়েও অবশ্য সমালোচনা হয়েছিল। অবশেষে বছরের শেষে ভারতীয় শিবিরে ডাক পেয়েছেন সঞ্জু স্যামসন। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলের ওডিআই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। সেখানে সঞ্জু স্যামসন নিজের পারফরম্যান্স দেখিয়ে জায়গা পাকা করতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।
ওডিআই ফর্ম্যাটে ১৩ ম্যাচে ৩৯০ রান রয়েছে সঞ্জু স্যামসনের
ভারতের হয়ে ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে অভিষেক হয়েছিল সঞ্জু স্যামসনের। এখনও পর্যন্ত সব মিলিয়ে ১৩টি ওডিআই ম্যাচ খেলেছেন দক্ষিণ এই ক্রিকেটার। সেখানেই তাঁর রান রয়েছে ৩৯০। সেইসঙ্গে এই ক্রিকেটারের স্ট্রাইকরেট রয়েছে ১০৪ এবং গড় রয়েছে ৫৫.৭১। দেশের জার্সিতে ওডিআই ফর্ম্াটে তিনটি অর্ধশতরানও রয়েছে সঞ্জু স্যামসনের। সমস্ত দিক বিচার করেই এই ক্রিকেটারকে আশাবাদী প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার এবি ডেভিলিয়র্স। তাঁর মতে দক্ষিণ আফ্রিকার এই পিচে সঞ্জু স্যামসন সাফল্য পাবেন।
এবি ডেভিলিয়র্স জানিয়েছেন, “তাঁকে ফের একবার ভারতীয় দলে দেখে ভাল লাগছে। আমার মনে হয় তিনি দক্ষিণ আফ্রিকার এই উইকেট ভালভাবে উপভোগ করবেন। এই পিচে রয়েছে যথেষ্ট বাউন্স। সেখানেই ব্যাটারদের বড়সড় পরীক্ষার সামনে পড়তে হবে। কিন্তু সঞ্জু স্যামসনের মতো একজন ক্রিকেটার এই পিচে ভাল পারফরম্যান্স করবেন বলেই মনে হচ্ছে। একইসঙ্গে উইকেটকিপার হিসাবেও ভারতীয় দলকে অপশন দিচ্ছেন তিনি”।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেএল রাহুলের নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। এই দুই সিনিয়র ক্রিকেটারের না থাকাটা যে তরুণদের সুযোগ করে দেবে তা বলার অপেক্ষা রাখে না।
The post দক্ষিণ আফ্রিকার পিচে সঞ্জু স্যামসনকে নিয়ে আশাবাদী এবি ডেভিলিয়র্স appeared first on CricTracker Bengali.










