Rinku Singh. ( Image Source: Twitter )
সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই দক্ষিণ আফ্রিকা সফরই যে ভারতীয় ক্রিকেটারদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মঞ্চ তা বলর অপেক্ষা রাখে না। একইসঙ্গে বিশ্বকাপের দলে জায়গা করে নিতে এই সফরই ভারতীয় ক্রিকেটারদের অনেকটা এগিয়ে যেতে সাহায্যও করতে চলেছে। সেখানেই নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার কোনওরকম খামতি রাখতে নারাজ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম উঠতি তারকা রিঙ্কু সিং। দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি এখন থেকেই কার্যত শুরু করে দিয়েছেন তিনি। সেখানেই তাঁর প্রস্তুতির অন্যচম দুই সঙ্গী হলেন অর্শদীপ সিং ও জীতেশ শর্মা।
গত রবিবারই শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ। সেখানেই ৪-১-এ সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। সেখানে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং। শেষ ্ম।াচ বাদ দিলে প্রতি ম্যাচেই রিঙ্কু সিংয়ের ভারতীয় দলের জয়ের পিছনে অন্যতম প্রধান অবদান। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানে ভাল পারফরম্যান্স দেখালে যে বিশ্বকাপের দলে সুযোগ করে নেওয়ার লক্ষ্যে রিঙ্কু সিং অনেকটাই এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ও ওডিআই স্কোয়াডে রয়েছেন রিঙ্কু সিং
রিঙ্কু সিংয়ের সঙ্গেই প্রস্তুতি চালাচ্ছেন জীতেশ শর্মাও। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টি টোয়েন্টি দলের সুযোগ পয়েছেন তিনিও। টি টোয়ে্টি বিশ্বকাপের আগে এই সিরিজ যে তাদের পাখির চোখ তা বলতে কোনও দ্বিধা নেই। বিশেষ করে এই মুহূর্তে সকলের নজর রয়েছে রিঙ্কু সিংয়ের দিকেই। মঙ্গলবারই নিজের প্রস্তুতির ছবি দিলেন রিঙ্কু সিং।
ভারতীয় দলের হয়ে এই সিরিজে পাঁচ নম্বরে নামছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচে শেষপর্যন্ত থেকে নিখুঁতভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে সেই একই পারফরম্যান্সের ঝলক দেখা গিয়েছিল। দ্বিতীয় টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ৯ বলে তাঁর ৩১ রানের ইনিংস জুড়ে ছিল চারটি বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি। সেই পারফরম্যান্স দেখে ম্যাচ শেষেই নিজের স্বস্তির কথা জানিয়েছিলেন সূর্যকুমার যাদব।
চতুর্থ ম্যাচেও শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন রিঙ্কু সিং। তাঁর হাত ধরেই যে ভারতীয় দল নিজেদের লক্ষ্যে পৌঁছতে পেরেছিল তা বলার অপেক্ষা রাখে না। সিরিজের প্রতিটি ম্যাচেই নিজের সেরা পারফরম্যান্সের পরিচয় দিচ্ছেন রিঙ্কু সিং। এবারের আইপিএলেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও সুযোগ পেয়েছেন তিনি। সেখানেও নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতিতে রিঙ্কু সিং, জীতেশ শর্মারা appeared first on CricTracker Bengali.