Suryakumar Yadav. ( Photo Source: X(Twitter)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৫ সালের পর থেকে কোনও টি টোয়েন্টি সিরিজ হারেনি ভারতীয় দল। বৃহস্পতিবার সেই ধরা শেষপর্যন্ত বজায় রাখতে পারল টিম ইন্ডিয়া। শেষ টি টোয়েন্টি দক্ষিণ আফ্রিকা জিততে পারলেই নবতুন নজির গড়তে পারত দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ভারতীয় দলের সামনে লক্ষ্য ছিল নিজেদের পরিসংখ্যান বজায় রাখা। সূর্যকুমার যাদবের দুরন্ত সেঞ্চুরীতে ভর করে সেই পরিসংখ্যানই বজায় রাকতে পারল টিম ইন্ডিয়া। ম্যাচের শেষে আপ্লুত অধিনায়ক সূর্যকুমার যাদব। একইসঙ্গে নিজের চোট নিয়েও ইঙ্গিত দিলেন এই তারকা ক্রিকেটার।
দ্বিতীয় ম্যাচে বড় রান করেও প্রোটিয়াদের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়াকে জিততেই হত। সেখানবেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল বারতীয় দল। এদিনও ভারতীয় দলের টপ অর্জার খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। এদিনও ব্যর্থ হয়েই সাজঘরে ফিরে গিয়েছিলেন শুভমন গিল। একইসঙ্গে কম রানেই সাজঘরে ফিরেছিলেন তিলক বর্মাও। সেই জায়গা থেকেই ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা চালিয়ে যান সূর্যকুমার যাদব।
৫৬ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব
এই সিরিজে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে সেঞ্চুরী ইনিংস কেলেছিলেন সূর্যকুমার যাদব। কার্যকত তাঁর হাত ধরেই জয়ের রাস্তাটা পাকা করে ফেলেছিল ভারতীয় দল। এদিন দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ ফর্মে ছিলেন এই তারকা ক্রিকেটার। প্রোটিয়াদের বিরুদ্ধে ৫৬ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ৭টি চার এবং ৮টি ছয়। সূর্যকুমারের এই বিধ্বংসী ইনিংসটাই ভারতী দলের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। দলের জয়ের জন্য তাঁর এই সেঞ্চুরী ইনিংস নিয়ে উচ্ছ্বসিত সূর্যকুমার যাদব। একইসঙ্গে নিজের চোট নিয়েও মু খুলেছেন সূর্যকুমার।
তিনি জানিয়েছেন, “আমি ভাল আছি এবং আমি হাঁটতেও পারছি। খুব একটা গুরুতর মনে হচ্ছে না। সেঞ্চুরী করার অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ এবং সেটা আরও বেশী বিশেষ হয় যখন দলের জয়ের জন্য অন্যতম কারণ হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভয়হীন ক্রিকেট কেলার চেষ্টাটাই আমরা করছিলাম। আমি খুব খুশি যে দলের প্রতিটি ক্রিকেটার সেই কজটা নিখুঁতভাবে করতে পেরেছিল। কুবদীপ যাদব অবশ্য কখনোই তিনটে কিংবা চারটি উইকেট নিয়ে সন্তুষ্ট নন। তবে এটা একটা নিুখুঁত জন্মদিনের পুরস্কার”।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের বোলাররা। দক্ষি আফ্রিকার ভারতের বিরুদ্ধে ১০০ রানের গন্ডীও টপকাতে পারেনি। ফিল্ডিংয়ের সময়ই পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই নিয়েও চলছিল নানান জল্পনা। সেই চোট নিয়ে চিন্তা খুব একটা নেই বলেই জানালেন সূর্যকুমার যাদব।
The post দলের জয় নিশ্চিতে তাঁর সেঞ্চুরী ইনিংস নিয়ে উচ্ছ্বসিত সূর্যকুমার যাদব appeared first on CricTracker Bengali.










