Nitish Rana. (Image Source: IPL/BCCI)
ডিডিসিএ থেকে ছাড়পত্রটা আগেই চেয়েছিলেন। জল্পনা চলছিল নীতিশ রানার নতুন গন্তব্য নিয়ে। অবশেষে রবিবারই সেই দিল্লির সঙ্গে পা্কাপাকি সম্পর্ক ছিন্ন করার কথাটা ঘোষণা করে দিলেন নীতিশ রানা। আসন্ন মরসুমে দিল্লি নয় এবার উত্তর প্রদেশের হয়েই খেলতে নামবেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। গত মরসুম থেকেই ডিডিস্এ-র সঙ্গে সমস্যার সৃষ্টি হয়েছিল। একইসঙ্গে শোনাযাচ্ছিল যে দিল্লি ড্রেসিংরুমেও নাকি একটা সতীর্থদের সঙ্গে তাঁর সম্পর্কটা খুব একটা ভাল ছিল না। শেষপর্যন্ত দিল্লি ছেড়ে এবার নীতিশ রানার গন্তব্য উত্তরপ্রদেশ।
শেষবারের রঞ্জি ট্রফিতে দিল্লির অধিনায়ক ছিলেন নীতিশ রানা। কিন্তু তাঁর পারফরম্যান্স নিয়ে একেবারেই স্বস্তি পাচ্ছিলেন না ডিডিসিএ-র কর্তারা। এরপর মাঝপথেই নীতিশ রানাকে দল থেকেবাদ দেওয়া হয়েছিল। দলের প্রতি তাঁর নিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডিডিসিএ কর্তারা। তাঁর পারফরম্যান্স নিয়েও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছিলেন না ডিডিসিএ কর্তারা। এরপরই নীতিশ রানাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। মরসুমের মাঝপথেই এই তারকা ক্রিকেটারকে বাদ দেওয়ার পর থেকেই সমস্যা শুরু হয়েছিল।
এই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্বে ছিলেন নীতিশ রানা
সেই থেকেই ডিডিসিএ-র বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন তিনি। সেজন্যই তিনি শেষপর্যন্ত এবার দিল্লি ক্রিকেট দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে্ ফেলেছিলেন। বেশ কয়েকদিন আগেই ডিডিসিএ-র কাছ থেকে ছাড়পত্র চেয়ে নিয়েছিলেন তিনি। নীতিশ রানা শুধু একাই নন একইসঙ্গে ডিডিস্এ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির আরেক তারকা ক্রিকেটার ধ্রুব শোরে। গতবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান করেছিলেন এই তারকা ক্রিকেটার।এবার তিনিও সেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর তাতে যে ডিডিসিএ খানিকটা হলেও সমস্যায় পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।
Onto the next chapter. pic.twitter.com/Zz1VyZKysA
— Nitish Rana (@NitishRana_27) August 20, 2023
গত মরসুমে দিল্লির সাদা বলের ফর্ম্যাটের অধিনায়ক ছিলেন নীতিশ রানা। কিন্তু এরপরই তাঁকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে যশ ধুলের ওপর সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। শোনাযাচ্ছিল সেটাই নাকি খুব একটা ভালভাবে নিতে পারেননি নীতিশ রানা। এমনকী দিল্লি ড্রেসিংরুমেও নাকি নীতিশ রানার সঙ্গে তাঁর সতীর্থদের সম্পর্ক খুব একটা ভাল ছিল না।
বেশ কয়েকদিন ধরেই দিল্লি ছাড়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন তিনি। রবিবার টুইটারে নিজেই সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন নীতিশ রানা। উত্তর প্রদেশের হয়েই খেলতে দেখা যাবে তাঁকে। নতুন দলের হয়ে খেলার জন্যই এখন মুখিয়ে রয়েছেন নীতিশ রানা।
The post দিল্লি ছেড়ে আসন্ন মরসুমে উত্তরপ্রদেশের হয়ে খেলবেন নীতিশ রানা appeared first on CricTracker Bengali.