দুই সপ্তাহ ছুটি কাটিয়ে এনসিএ-তে যোগ দেবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা

আগস্ট 5, 2023

No tags for this post.
Spread the love

Virat Kohli and Rohit Sharma. ( Image Source: BCCI/Twitter )

এশিয়া কাপের আগে দু সপ্তাহ ছুটি বিরাট কোহলি ও রোহিত শর্মার। দেশের জার্সিতে একটানা ম্যাচ খেলে চলেছেন এই তারকা ক্রিকেটার। সেই কথা মাথায়রেখেইএূার এই দুই তারকা ক্রিকেটারকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।  শোনাযাচ্ছে দুই সপ্তাহ ছুটি কাটিয়ে এরপরই এনসিএ-তে যোগ দেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অগস্ট মাসের শেষেই শুরু হবে এবারের এশিয়া কাপ। সেখানে নামার আগেই এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই জন্যই দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে তাদের।

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছে ভারতীয় দল। সেই সিরিজ থেকেই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওডিআই সিরিজ খেলার পরই দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার। আপাতত কয়েকদিন ছুটিতেই থাকবেন তারা। ওয়ার্সলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বছথর এসিয়া কাপের পাশাপাশি ভারতীয় দল খেলবে বিশ্বকাপও। ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে এই দুই তারকা ক্রিকেটার যে ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।

ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে টি টোয়েন্টি সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে

এই বছরের শুরুথেকেই ভারতীয় দলের জার্সিতে খেলে চলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফি খেলার পরই আইপিএলের মঞ্চে নেমে পড়েছিলেন এই দুই তারকা ক্রিকেটার। তারপরই   বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেচিল টিম ইন্ডিয়া। সেখানেও রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজেও খেলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। একটানা ম্যাচ খেলার পরই তাদের বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজের পরই ভারতীয় দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। সেই সিরিজেই বিরাট কোহলি ও রোহিত শর্মাকেও বিশ্রাম দিয়েছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। আপাতত দুই সপ্তাহ ছুটিতে থাকবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এরপরি এনসি্এ-তে যোগ দেবেন ভারতীয় দলের অধি্নায়ক ও  প্রাক্তন অধিনায়ক।

অগস্টের শেষেই এশিয়া কাপের ম়ঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে এই মঞ্চই যে ভারতীয় দলের কাছে প্রস্তুতির প্রধান মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। তার আগে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়েকোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড।

The post দুই সপ্তাহ ছুটি কাটিয়ে এনসিএ-তে যোগ দেবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador